Ajker Patrika

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: জীববিজ্ঞান প্রথম পত্র

মোহাম্মদ ইউনুছ
আপডেট : ২২ জুন ২০২২, ১২: ১০
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি:  জীববিজ্ঞান প্রথম পত্র

সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছ। আজ আমি তোমাদের জন্য জীববিজ্ঞান ১ম পত্রের গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়-কোষ বিভাজন থেকে সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি এসব প্রশ্ন ও উত্তর অনুশীলন করলে পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবে। 

১। Capture

ক) Metastasis কী? 
খ) ইন্টারকাইনেসিস বলতে কী বোঝায়? 
গ) B-নির্দেশিত কোষবিভাজনের শেষ ধাপটির বর্ণনা দাও। 
ঘ) A ও B একই ধরনের কোষ বিভাজন নয়—উক্তিটি বিশ্লেষণ করো। 

উত্তর: ক) Metastasis: দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে Metastasis বলে। 

খ) মিয়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভক্তির মধ্যবর্তী সময়কে ইন্টারকাইনেসিস বলে। 
এ সময়ে প্রয়োজনীয় RNA, প্রোটিন ইত্যাদি সংশ্লেষিত হয়। DNA-র প্রতিরূপ সৃষ্টি হয় না। মিয়োসিস প্রক্রিয়া সাধারণত জীবের জনন মাতৃকোষ, যেমন পরাগরেণু মাতৃকোষ, স্ত্রীরেণু মাতৃকোষ শুক্রাশয়, ডিম্বাশয় ইত্যাদিতে সংঘটিত হয়। 

গ) B প্রক্রিয়াটি মাইটোসিস কোষ বিভাজন। কারণ মাতৃকোষ ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান এবং একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়েছে। মাইটোসিস কোষ বিভাজনের মোট ৫টি ধাপ। এর মধ্যে এনাফেজ হলো চতুর্থ ধাপ। 
নিচে এনাফেজ ধাপের বর্ণনা উপস্থাপন করা হলো:
এনাফেজ মানে গতিপর্যায়। এই পর্যায়ে অপত্য ক্রোমোসোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে মেরু অভিমুখে চলতে থাকে। সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির ফলে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয় এবং প্রতিটি অপত্য ক্রোমোজোম এদের কাছের মেরুর দিকে ধাবিত হয়। অপত্য ক্রোমোজোমের মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী হয়, ফলে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী অপত্য ক্রোমোজোমগুলো বিভিন্ন আকৃতির, যেমন মেটাসেন্ট্রিক (V আকৃতির), সাবমেটাসেন্ট্রিক (L আকৃতির), অ্যাক্রোসেন্ট্রিক (J আকৃতির) ও টেলোসেন্ট্রিক (I আকৃতির) হয়। অপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালেই অ্যানাফেজ দশার সমাপ্তি ঘটে।

ঘ) উদ্দীপকে চিত্র A হলো মিয়োসিস এবং চিত্র-B মাইটোসিস মিয়োসিস কোষ বিভাজন। 
নিচে মাইটোসিস ও মিয়োসিস 
কোষ বিভাজনের মধ্যে পার্থক্য দেওয়া হলো: 

মাইটোসিস       
১. জীবের দেহকোষে সংঘটিত হয়। ফলে দেহের বৃদ্ধি ঘটে।
২. মাতৃকোষটি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়।
৩. এ বিভাজনের উৎপন্ন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে।
৪. মাইটোসিসের আগের ইন্টারফেজ পর্যায়টি দীর্ঘস্থায়ী।     
৫. সমসংস্থ (হোমোলোগাস) ক্রোমোজোমগুলোর মধ্যে আকর্ষণ না থাকার ফলে সিন্যাপসিস ঘটে না। ফলে বাইভেলেন্ট তৈরি হয় না।
৬. ক্রসিং ওভার ঘটে না। ফলে জিনের সজ্জাবিন্যাসের কোনো পরিবর্তন ঘটে না। 
৭. বিবর্তন ও জনুঃক্রম বিবর্তন ও জনুঃক্রমের সঙ্গে মাইটোসিসের কোনো সম্পর্ক নেই।
৮. মেটাফেজে সেন্ট্রোমিয়ারসহ ক্রোমোজোম অনুদৈর্ঘ্যে বিভক্ত হয়।
৯. DNA সংশ্লেষণ ইন্টারফেজ দশায় সম্পন্ন হয়।
১০. নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভক্ত হয়।     
    
মাইটোসিস
১. জীবের জনন মাতৃকোষে সংঘটিত হয়। ফলে গ্যামিট তৈরি হয়। 
২. মাতৃকোষটি বিভাজিত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি হয়। 
৩. অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। 
৪. মাইটোসিসের আগের ইন্টারফেজ পর্যায়টি ক্ষণস্থায়ী। 
৫. সমসংস্থ ক্রোমোজোমগুলোর পারস্পরিক আকর্ষণের কারণে সিন্যাপসিস ঘটে এবং বাইভেলেন্ট তৈরি হয়। 
৬. ক্রসিং ওভার ঘটে। ফলে জিনের সজ্জাবিন্যাসেরও 
    পরিবর্তন ঘটে। 
৭. ক্রসিং ওভারের ফলে জীবের মধ্যে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়, যা বিবর্তন ও জনুঃক্রমের পথকে সুগম করে।
৮. মেটাফেজ-১-এ সেন্ট্রোমিয়ার অবিভক্ত থাকে।
৯. DNA সংশ্লেষণ প্রোফেজ দশায় ঘটে। 
১০. নিউক্লিয়াস দুবার ও ক্রোমোজোম একবার বিভক্ত হয়।

লেখক: প্রভাষক, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত