Ajker Patrika

তরমুজের দাম চড়া হাজীগঞ্জে

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১০: ৫২
তরমুজের দাম চড়া হাজীগঞ্জে

চাঁদপুরের হাজীগঞ্জে জমে উঠেছে তরমুজের ব্যবসা। চাহিদা বেশি থাকায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে তরমুজ।

সরেজমিন দেখা যায়, হাজীগঞ্জ পূর্ব বাজারের হাজী ফল ভান্ডার, ভাই ভাই ফলের আড়ত, রাজা ফল ভান্ডার, জিন্নাত এন্টারপ্রাইজ, আল্লাহর দান ফলের আড়ত, মানিক ও মন্নান মিয়াসহ প্রায় ১০টি ঘর গোদিতে ব্যাপারী আর পাইকারের মিলন মেলা। নদীপথে আসা ট্রলার থেকে তরমুজ মাথায় করে আড়ৎধারের ঘরে গুনে শুনে টাল দিচ্ছেন শ্রমিকেরা। পাইকার ও হকাররা হিসাবে ছোট তরমুজের দাম ৪০ থেকে ৫০ টাকা, বড় ২৫০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত গড়ে ২৫ থেকে ৪০ হাজার টাকা শ বিক্রি হচ্ছে।

দূর-দুরন্ত থেকে ছুটে আসা পাইকাররা এসব দামে ট্রাক বোজাই করে তরমুজ দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যায়। তাদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে হাজীগঞ্জের পাইকাররা বেশি দামে তরমুজ ক্রয় করে তা উপজেলার বিভিন্ন হাট বিজারে পিচ হিসাবে ১৫০ টাকা থেকে শুরু করে ৫ থেকে ৭ শত টাকা পর্যন্ত বিক্রি করে আসছে।

এখানকার কয়েকজন আড়তদার ও ব্যাপারী এবং পাইকারদের সঙ্গে কথা বলে জানা যায়, রসালু ফল তরমুজ দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বরিশাল, ভোলা, পটুয়াখালী, খুলনা, বরগুনা, পাথরঘাটা এলাকা থেকে স্থানীয় চাষিদের কাছ থেকে ট্রলার যোগে ব্যাপারীরা নিয়ে আসেন চাঁদপুরের হাজীগঞ্জে। এখান থেকে আবার দেশের দক্ষিণ ও পূর্ব অঞ্চল, কুমিল্লা, হবিগুঞ্জ, সিলেট, ভ্রামনবাড়ীয়া, ফেনী, চিটাগাং সহ প্রায় ৩০/৩৫ জেলার পাইকাররা ট্রাকে করে তরমুজ নিয়ে যায়।

ভাই ভাই ফলের আড়ত এর মালিক সেলিম মিয়া ও রাজা ফল ভান্ডারের আড়তদার গাজি আলম বলেন, গত কয়েক বছরের তুলনায় এ বছর তরমুজের ব্যাপক আমদানি রয়েছে। তবে প্রচণ্ড গরম ও সামনে রোজার মাস পাওয়ায় চাহিদা বেড়েছে যে কারণে তরমুজের দামও একটু বেশি।

শ্রমিকে সোহাগ, কবির, আল আমিন, রহমতউল্ল্যাহ বলেন, আমরা কমিশনে দৈনিক ৭ / ৮ শ টাকা রুজি করতে পারি। গত মার্চ মাস থেকে শুরু হয়ে আগামী জুন-জুলাই পর্যন্ত তরমুজের আমদানি রপ্তানি থাকবে।

এ বিষয়ে হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ. স. ম. মাহবুব-উল আলম লিপন আজকের পত্রিকাকে বলেন, এখানকার আড়তদার ব্যবসায়ীদের অনুরোধে দূর দুরন্ত থেকে আসা মানুষের সুবিধার্থে টয়লেট, পানি, সুডিয়াম লাইটসহ বিভিন্ন সু-ব্যবস্থা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত