Ajker Patrika

শৈলকুপায় সংঘর্ষের ঘটনায় মামলা

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১২: ৫৪
শৈলকুপায় সংঘর্ষের ঘটনায় মামলা

আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপার বিপ্রবগদিয়া গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় ৭৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। গত রোববার রাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) সামছুর রহমান বাদী হয়ে শৈলকুপা থানায় এ মামলা করেন।

এতে আরও ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, শৈলকুপার বিপ্রবগদিয়া গ্রামে রোববার দুপুরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের ওপর হামলা চালানো হয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে ৭৬ জনের নামে একটি নিয়মিত মামলা করেছে।

এ ছাড়া আরও ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

উল্লেখ্য রোববার দুপুরে ৭ নম্বর হাকিমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে বিপ্রবগদিয়া গ্রামে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কামারুজ্জামান চিকু ও মনিরুজ্জামান সেতুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৩ পুলিশসহ ২০ জন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে।

বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে মনে করেন এলাকাবাসী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত