Ajker Patrika

রণবীরের কণ্ঠে উল্টো সুর

রণবীরের কণ্ঠে উল্টো সুর

কয়েক মাস আগে সৌদি আরবের রেড সি চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন রণবীর কাপুর। সেখানে পাকিস্তানের কয়েকজন নির্মাতাও ছিলেন। পাকিস্তানি এক নির্মাতা রণবীরকে প্রশ্ন করেন, সে দেশের কোনো সিনেমার প্রস্তাব পেলে তিনি কাজ করবেন কি না! উত্তরে রণবীর বলেছিলেন, ‘অবশ্যই স্যার। আমি মনে করি, শিল্পীদের কোনো ভৌগোলিক সীমা হয় না। মিলেমিশে থাকা ও আদান-প্রদানই শিল্পের সমৃদ্ধির মূল শর্ত। আমার খুব ভালো লাগবে পাকিস্তানের কোনো সিনেমার অংশ হতে পারলে।’

উদাহরণ হিসেবে রণবীর উল্লেখ করেন ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত গত বছরের আলোচিত পাকিস্তানি সিনেমা ‘দ্য লিজেন্ড অব মাওলা জাট’-এর কথা। ফাওয়াদ ও মাহিরা দুজনেই বলিউডে কাজ করেছেন। ‘রইস’-এ শাহরুখ খানের সঙ্গে দেখা গেছে মাহিরাকে। অন্যদিকে ‘খুবসুরত’ ও ‘কাপুর অ্যান্ড সন্স’-এ অভিনয় করেছেন ফাওয়াদ। সুযোগ পেলে এ ধরনের উদাহরণ তিনিও তৈরি করবেন বলে ইচ্ছা প্রকাশ করেন রণবীর।

তবে কয়েক মাসের মধ্যে পরিস্থিতি বদলে গেছে। কিছুদিন আগে জাভেদ আখতার পাকিস্তানের সাহিত্য উৎসবে গিয়ে যে ভাষণ দিয়েছেন, তা নিয়ে তুমুল তর্ক হচ্ছে। মুম্বাই হামলার জন্য পাকিস্তানিদের দিকে আঙুল তোলায় সে দেশের তারকাদের রোষের কবলে পড়েছেন জাভেদ। ফলে ভারত ও পাকিস্তান—দুই দেশের শিল্পীদের মধ্যে বিভেদ আরও স্পষ্ট হয়ে দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সুর বদলালেন রণবীরও।

আগামী ৮ মার্চ মুক্তি পাচ্ছে রণবীর ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কর’। সিনেমাটির প্রচারে এসে একই ধরনের প্রশ্নের মুখে পড়েন অভিনেতা। তবে এবার রণবীরের কণ্ঠে শোনা গেল উল্টো সুর। তিনি বললেন, ‘শিল্প দেশের চেয়ে বড় নয়।’ অর্থাৎ পাকিস্তানি সিনেমায় কাজের ইচ্ছা আপাতত নেই রণবীরের। তবে কি কয়েক মাস আগে বলা কথা ফিরিয়ে নিলেন তিনি?

রণবীর বলছেন, ‘আমার মনে হয়, আগের সেই কথা বিতর্ক তৈরি করেছে। কারণ তার ভুল ব্যাখ্যা হয়েছে। আমি যে চলচ্চিত্র উৎসবে গিয়েছিলাম, সেখানে অনেক পাকিস্তানি পরিচালক ছিলেন। তাঁরা যখন জিজ্ঞাসা করলেন, ভালো চিত্রনাট্য পেলেও আমি সে দেশে কাজ করতে চাই না? তাতে স্পষ্ট জবাব দিই। বিতর্ক তৈরি করা আমার উদ্দেশ্য ছিল না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত