Ajker Patrika

বাজার ধরে রাখতে ভেনামি চিংড়ি চাষের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৪: ০৫
বাজার ধরে রাখতে ভেনামি চিংড়ি চাষের বিকল্প নেই

বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ)-এর ভাইস প্রেসিডেন্ট এস. হুমায়ুন কবির বলেছেন, এই মুহূর্তে চিংড়ি শিল্পকে বাঁচাতে হলে উচ্চ ফলনশীল ভেনামি চিংড়ি চাষের বিকল্প নেই। বিশ্ব বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাগদা ও গলদা চিংড়ি চাষের পাশাপাশি ভেনামি চিংড়ির বাণিজ্যিক চাষের বিকল্প নেই।

বাণিজ্য মন্ত্রণালয়ের ফিশারী প্রডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (এফপিবিপিসি) ও বাংলাদেশ ফ্রোজেন ফুড্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) যৌথ উদ্যোগে গতকাল সকালে বিএফএফইএ’র খুলনা আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে চিংড়ির উৎপাদন নিয়ে এক সেমিনারে হুমায়ুন কবির এ কথা বলেন।

হুমায়ুন কবির আরও বলেন, গত ৫ / ৭ বছর ধরে চিংড়ি রপ্তানি ২য় স্থান থেকে নেমে ৭ম স্থানে নেমে গেছে। চাহিদা অনুযায়ী চিংড়ি উৎপাদন বাড়াতে না পারলে এই অবস্থান ক্রমাগত আরও নিচের দিকে নামতে থাকবে। এক সময় দেশে বাগদা ও গলদা চিংড়ি উৎপাদন বৃদ্ধি পাওয়ায় দেশে ১৭৮টি হিমায়িত মৎস্য রপ্তানিকারক কারখানা গড়ে উঠেছিল। পরবর্তীতে চাহিদা অনুযায়ী চিংড়ি না পাওয়ায় ইতিমধ্যে অনেক কারখানা বন্ধ হয়েছে। এর মধ্যে ১০৫টি কারখানা শুধুমাত্র কাগজে কলমে টিকে আছে। বর্তমানে সারা দেশে ৩০ থেকে ৩৫টি কারখানা কোনোভাবে চালু রয়েছে। এর ফলে এই শিল্প ও চাষের সঙ্গে জড়িত হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছেন।

তিনি আরও বলেন, ২০২০ সালে চিংড়ির বিশ্ব বাজার ছিল ১৮ দশমিক ৩০ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০২৬ সালে এর বাজার দাঁড়াবে প্রায় ২৩ দশমিক ৪ বিলিয়ন ডলার। এর বৃহৎ অংশ ভেনামির দখলে। বিগত দুই দশক যাবত বিশ্বে ৬২টি দেশে উচ্চ ফলনশীল ভেনামি চিংড়ি উৎপাদন করছে এবং বিশ্বে সর্বমোট চিংড়ি উৎপাদনের ৭৭ শতাংশ ভেনামি চিংড়ি। বর্তমানে বিশ্বের চিংড়ি উৎপাদনকারী ৬২টি দেশ ভেনামি চিংড়ি চাষ করে এবং এশিয়ার চিংড়ি উৎপাদনকারী ১৫টি দেশের মধ্যে বাংলাদেশ ব্যতীত ১৪টি দেশই বাণিজ্যিকভাবে ভেনামি চাষ করে থাকে। সারা বিশ্বে ৩০ বছর যাবত ভেনামি চাষ সফলভাবে হচ্ছে। ভেনামি সাশ্রয়ী মূল্যে ও সহজলভ্য হওয়ায় বিশ্বের ৭৭ ভাগ বাজার দখল করে নিয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান, বিশেষ অতিথির হিসেবে বক্তৃতা করেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, বিএফএফইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম. খলিলুল্ল্যাহ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস, এম নজরুল ইসলাম ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. ফারুক আহমেদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ, খুলনার সাবেক উপপরিচালক প্রফুল্ল কুমার সরকার। সেমিনারে মুক্ত আলোচনায় অংশ নেন, চিংড়ি শিল্পের সঙ্গে জড়িত প্রতিনিধিরা, সরকারি ও বেসরকারি প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা। সেমিনারে বক্তারা এই শিল্পকে বাঁচাতে অবিলম্বে ভেনাম চিংড়ি বাণিজ্যিকভাবে চাষের অনুমোদনের জন্য সরকারের কাছে সুপারিশ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত