মমতাজ বেগম
মমতাজ বেগম ছিলেন নারায়ণগঞ্জের মর্গান হাইস্কুলের প্রধান শিক্ষক। তাঁর সাংগঠনিক তৎপরতা ছিল অকল্পনীয়। ১৯৫১ সালে তিনি মর্গান হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে কাজ শুরু করেছিলেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জও ছিল প্রতিবাদমুখর। বিক্ষোভ সমাবেশ, মিছিল নারায়ণগঞ্জকে উত্তাল করে রেখেছিল। ২১ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতা আলমাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তৃতা করেন প্রবীণ নেতা আবুল হাশিম, মুস্তাফা সারওয়ার, বজলুর রহমান, শফি হোসেন খান প্রমুখ। সেই সভা থেকেই জানা যায়, ঢাকায় গুলি চলেছে, শহীদ হয়েছেন কয়েকজন। মমতাজ বেগম সব বাধাবিপত্তি উপেক্ষা করে সেই সভায় মিছিল নিয়ে যোগ দেন। মর্গান স্কুলের ছাত্রীরা ছাড়াও সেই মিছিলে বিভিন্ন পেশার নারীরাও অংশ নিয়েছিলেন। সে সময় নারায়ণগঞ্জে পর্দাঘেরা রিকশায় নারীরা চলাচল করতেন। সেই পরিপ্রেক্ষিতে এ ছিল দারুণ সাহসিকতার কাজ। ২২ ফেব্রুয়ারি চাষাঢ়া মাঠে একুশের হত্যাকাণ্ডের প্রতিবাদে যে সভা হয়, তাতেও মমতাজ বেগমের নেতৃত্বে নারীদের একটি বিরাট মিছিল এসে সমাবেশস্থলে পৌঁছায়। আন্দোলন সংগঠিত করতে রাজনৈতিক ও শ্রমিকনেতাদের সঙ্গে গোপন মিটিং করেন মমতাজ বেগম।
নারায়ণগঞ্জ মহকুমা প্রশাসন তাঁর বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ষড়যন্ত্র শুরু করে। আন্দোলনে তাঁর অংশগ্রহণ বন্ধ করার জন্য তাঁর বিরুদ্ধে মর্গান স্কুলের তহবিল তছরুপের মিথ্যা মামলা দেওয়া হয়। ২৯ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করা হয়। জনতা বুঝতে পারে প্রশাসনের অভিসন্ধি। হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ কোর্ট প্রাঙ্গণে সমবেত হয়। মমতাজ বেগমের মুক্তির দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে। পুলিশের সঙ্গে জনতার ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশভ্যানে তাঁকে ঢাকা কারাগারে নিয়ে আসার চেষ্টা চালালে জনতা তা বানচাল করে দেয়। পরে ঢাকা থেকে অতিরিক্ত ইপিআর আর রিজার্ভ পুলিশ এনে রাতে তাঁকে ঢাকায় নিয়ে যায়। সরকার এই তেজস্বিনী নারীকে মুচলেকা দিয়ে মুক্তি কিনতে বলেছিল। তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। দেড় বছর পর তিনি মুক্তি পান।
সূত্র: এম আর মাহবুব সম্পাদিত ভাষাসংগ্রামী মমতাজ বেগম, পৃষ্ঠা ৩০-৩২
মমতাজ বেগম ছিলেন নারায়ণগঞ্জের মর্গান হাইস্কুলের প্রধান শিক্ষক। তাঁর সাংগঠনিক তৎপরতা ছিল অকল্পনীয়। ১৯৫১ সালে তিনি মর্গান হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে কাজ শুরু করেছিলেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জও ছিল প্রতিবাদমুখর। বিক্ষোভ সমাবেশ, মিছিল নারায়ণগঞ্জকে উত্তাল করে রেখেছিল। ২১ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতা আলমাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তৃতা করেন প্রবীণ নেতা আবুল হাশিম, মুস্তাফা সারওয়ার, বজলুর রহমান, শফি হোসেন খান প্রমুখ। সেই সভা থেকেই জানা যায়, ঢাকায় গুলি চলেছে, শহীদ হয়েছেন কয়েকজন। মমতাজ বেগম সব বাধাবিপত্তি উপেক্ষা করে সেই সভায় মিছিল নিয়ে যোগ দেন। মর্গান স্কুলের ছাত্রীরা ছাড়াও সেই মিছিলে বিভিন্ন পেশার নারীরাও অংশ নিয়েছিলেন। সে সময় নারায়ণগঞ্জে পর্দাঘেরা রিকশায় নারীরা চলাচল করতেন। সেই পরিপ্রেক্ষিতে এ ছিল দারুণ সাহসিকতার কাজ। ২২ ফেব্রুয়ারি চাষাঢ়া মাঠে একুশের হত্যাকাণ্ডের প্রতিবাদে যে সভা হয়, তাতেও মমতাজ বেগমের নেতৃত্বে নারীদের একটি বিরাট মিছিল এসে সমাবেশস্থলে পৌঁছায়। আন্দোলন সংগঠিত করতে রাজনৈতিক ও শ্রমিকনেতাদের সঙ্গে গোপন মিটিং করেন মমতাজ বেগম।
নারায়ণগঞ্জ মহকুমা প্রশাসন তাঁর বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ষড়যন্ত্র শুরু করে। আন্দোলনে তাঁর অংশগ্রহণ বন্ধ করার জন্য তাঁর বিরুদ্ধে মর্গান স্কুলের তহবিল তছরুপের মিথ্যা মামলা দেওয়া হয়। ২৯ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করা হয়। জনতা বুঝতে পারে প্রশাসনের অভিসন্ধি। হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ কোর্ট প্রাঙ্গণে সমবেত হয়। মমতাজ বেগমের মুক্তির দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে। পুলিশের সঙ্গে জনতার ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশভ্যানে তাঁকে ঢাকা কারাগারে নিয়ে আসার চেষ্টা চালালে জনতা তা বানচাল করে দেয়। পরে ঢাকা থেকে অতিরিক্ত ইপিআর আর রিজার্ভ পুলিশ এনে রাতে তাঁকে ঢাকায় নিয়ে যায়। সরকার এই তেজস্বিনী নারীকে মুচলেকা দিয়ে মুক্তি কিনতে বলেছিল। তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। দেড় বছর পর তিনি মুক্তি পান।
সূত্র: এম আর মাহবুব সম্পাদিত ভাষাসংগ্রামী মমতাজ বেগম, পৃষ্ঠা ৩০-৩২
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫