Ajker Patrika

বটতলায় চলছে পাঠদান

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৫: ৫৮
বটতলায় চলছে পাঠদান

পদ্মার ভাঙনের মুখে হুমকিতে পড়েছে মানিকগঞ্জের হরিরামপুরের চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের ৫৭ নম্বর হারুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভাঙন ঝুঁকিতে থাকায় এ বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হচ্ছে বটগাছের নিচে।

জানা যায়, এবার বর্ষায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে উপজেলার আজিমনগর ও সুতালড়ি ইউনিয়নের শতাধিক বাড়িঘর পদ্মায় বিলীন হয়ে যায়। ভাঙনে সুতালড়ি ইউনিয়নের ৪১ নম্বর রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিমনগর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সও বিলীন হয়ে যায়।

গত সেপ্টেম্বরে মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ আব্দুল লতিফ, মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। ডিসি ও পাউবোর নির্বাহী প্রকৌশলী ভাঙনরোধে দ্রুত কাজ শুরুর নির্দেশ দিলেও এখনো তা শুরু হয়নি।

৫৭ নম্বর হারুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর কবির হোসেন বলেন, ‘বিদ্যালয়ের ২০-২৫ গজের মধ্যে পদ্মা নদী। বিদ্যালয়টি ভাঙন ঝুঁকিতে থাকায় আমরা স্কুলের পাশেই বটগাছতলায় ক্লাস নিচ্ছি। পদ্মার পানি কমে গেলে এবং ভাঙন ঝুঁকি না থাকলে আমরা বিদ্যালয়েই ক্লাস নেব।’

বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি বিষয়ে মীর কবির হোসেন বলেন, ‘আমাদের বিদ্যালয়ে ১৯৪ জন শিক্ষার্থী ছিল, তবে এবার বর্ষার সময় পদ্মার ভাঙনে অনেক শিক্ষার্থীর বাড়ি ভেঙে গেছে। তাই আগের চেয়ে শিক্ষার্থীও কিছুটা কমে গেছে।’

হরিরামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাঈনুল হোসেন বলেন, ‘বিদ্যালয়টি অন্য জায়গায় সরানোর জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। দ্রুত সময়ের মধ্যে বরাদ্দ পেয়ে যাব। বরাদ্দ পেলে বিদ্যালয়টি অন্য জায়গায় সরানো হবে।’

ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, ‘গত সপ্তাহে বিদ্যালয়টি পরিদর্শন করেছি। হারুকান্দিসহ চরাঞ্চলের দুটি বিদ্যালয় সরানোর জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।’

মানিকগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন বলেন, বর্ষার সময়ে ভাঙন এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে মন্ত্রণালয়ে বরাদ্দের জন্য চিঠি দেওয়া হয়েছিল। বরাদ্দ না পাওয়ায় কাজ শুরু করা যায়নি। আর চরাঞ্চলের জন্য পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দ নেই বললেই চলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত