চারঘাট প্রতিনিধি
পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের জয়পুর এলাকা সংলগ্ন একটি খালের মুখ ভরাট করছেন স্থানীয় এক ব্যক্তি। এতে বর্ষা মৌসুমে পানি বের হতে না পেরে পার্শ্ববর্তী চারঘাট উপজেলার চারটি বিলে জলাবদ্ধতা দেখা দেবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
জানা যায়, খালটি নারদ নদ সংযুক্ত হওয়ায় স্থানীয়ভাবে নারদ খাল নামে পরিচিত। ২০১৮-২০১৯ অর্থ বছরে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ খালটি পুনঃখনন করে।
স্থানীয় কৃষকেরা জানান, চারঘাট উপজেলার ইউসুফপুর, শ্রীখন্ডী, জয়পুর ও চক মুক্তারপুর গ্রামে প্রায় ২ হাজার বিঘা ফসলি জমি রয়েছে। এসব জমির অধিকাংশই তিন ফসলি। বর্ষা মৌসুমে এসব জমি পানিতে তলিয়ে যায়। পরে সেই পানি জয়পুর এলাকার নারদ খাল দিয়ে প্রবাহিত হয়ে পুঠিয়া উপজেলার ভেতর দিয়ে নারদ নদে গিয়ে মেশে। কিন্তু গত এক সপ্তাহ ধরে জয়পুর বাজার সংলগ্ন নারদ খালের অভিমুখ ভরাট করা হচ্ছে। খালের অভিমুখে ওই জমি নিজের দাবি করে মোহাম্মদ বাবু নামের এক ব্যক্তি তা ভরাট করছেন।
সরেজমিন গিয়ে দেখা গেছে, নারদ খালের অভিমুখে ট্রাকে করে মাটি এনে ফেলা হচ্ছে। এরপর রাতের আঁধারে ভেকু দিয়ে সেই মাটি খালে ফেলে ভরাট করা হচ্ছে।
শরীফুল ইসলাম নামে স্থানীয় এক কৃষক জানান, বর্ষা মৌসুমে আশপাশের সব এলাকার পানি এই খাল দিয়ে প্রবাহিত হয়। রাতের আঁধারে খালের অভিমুখ ভরাট করা হচ্ছে। এতে বর্ষার সময় পানি বের হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হবে। তলিয়ে যাবে জমির ফসল। চাষাবাদ ব্যাহত হয়ে চরম ক্ষতির মুখে পড়বেন কৃষকেরা।
স্থানীয় সাবেক ইউপি সদস্য ইখলাস উদ্দিন বলেন, অপরিকল্পিতভাবে পুকুর খননের কারণে এই এলাকার কৃষি জমি ধ্বংসের পথে। এই খালটি ভরাট হয়ে গেলে চারটি বিলের হাজার হাজার একর জমির ফসল হুমকিতে পড়বে।
যোগাযোগ করা হলে খাল ভরাটকারী মোহাম্মদ বাবু বলেন, ‘ক্রয়সূত্রে এই জমির মালিক আমি। বরেন্দ্র কর্তৃপক্ষ ভুলক্রমে আমার ব্যক্তি মালিকানাধীন জমিতে খাল খনন করেছে। এখন আমার প্রয়োজনে আমি ভরাট করছি।’
খালের মুখ ভরাটের ব্যাপারে জানতে চাইলে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চারঘাট ও পুঠিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী আল-মামনুর রশীদ বলেন, ‘খালটি ২০১৮-২০১৯ অর্থ বছরে পুনঃখনন করা হয়েছে। ওই খালের জমির মালিক সরকার। খালের মুখ ভরাটের অভিযোগ পেয়েছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের জয়পুর এলাকা সংলগ্ন একটি খালের মুখ ভরাট করছেন স্থানীয় এক ব্যক্তি। এতে বর্ষা মৌসুমে পানি বের হতে না পেরে পার্শ্ববর্তী চারঘাট উপজেলার চারটি বিলে জলাবদ্ধতা দেখা দেবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
জানা যায়, খালটি নারদ নদ সংযুক্ত হওয়ায় স্থানীয়ভাবে নারদ খাল নামে পরিচিত। ২০১৮-২০১৯ অর্থ বছরে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ খালটি পুনঃখনন করে।
স্থানীয় কৃষকেরা জানান, চারঘাট উপজেলার ইউসুফপুর, শ্রীখন্ডী, জয়পুর ও চক মুক্তারপুর গ্রামে প্রায় ২ হাজার বিঘা ফসলি জমি রয়েছে। এসব জমির অধিকাংশই তিন ফসলি। বর্ষা মৌসুমে এসব জমি পানিতে তলিয়ে যায়। পরে সেই পানি জয়পুর এলাকার নারদ খাল দিয়ে প্রবাহিত হয়ে পুঠিয়া উপজেলার ভেতর দিয়ে নারদ নদে গিয়ে মেশে। কিন্তু গত এক সপ্তাহ ধরে জয়পুর বাজার সংলগ্ন নারদ খালের অভিমুখ ভরাট করা হচ্ছে। খালের অভিমুখে ওই জমি নিজের দাবি করে মোহাম্মদ বাবু নামের এক ব্যক্তি তা ভরাট করছেন।
সরেজমিন গিয়ে দেখা গেছে, নারদ খালের অভিমুখে ট্রাকে করে মাটি এনে ফেলা হচ্ছে। এরপর রাতের আঁধারে ভেকু দিয়ে সেই মাটি খালে ফেলে ভরাট করা হচ্ছে।
শরীফুল ইসলাম নামে স্থানীয় এক কৃষক জানান, বর্ষা মৌসুমে আশপাশের সব এলাকার পানি এই খাল দিয়ে প্রবাহিত হয়। রাতের আঁধারে খালের অভিমুখ ভরাট করা হচ্ছে। এতে বর্ষার সময় পানি বের হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হবে। তলিয়ে যাবে জমির ফসল। চাষাবাদ ব্যাহত হয়ে চরম ক্ষতির মুখে পড়বেন কৃষকেরা।
স্থানীয় সাবেক ইউপি সদস্য ইখলাস উদ্দিন বলেন, অপরিকল্পিতভাবে পুকুর খননের কারণে এই এলাকার কৃষি জমি ধ্বংসের পথে। এই খালটি ভরাট হয়ে গেলে চারটি বিলের হাজার হাজার একর জমির ফসল হুমকিতে পড়বে।
যোগাযোগ করা হলে খাল ভরাটকারী মোহাম্মদ বাবু বলেন, ‘ক্রয়সূত্রে এই জমির মালিক আমি। বরেন্দ্র কর্তৃপক্ষ ভুলক্রমে আমার ব্যক্তি মালিকানাধীন জমিতে খাল খনন করেছে। এখন আমার প্রয়োজনে আমি ভরাট করছি।’
খালের মুখ ভরাটের ব্যাপারে জানতে চাইলে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চারঘাট ও পুঠিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী আল-মামনুর রশীদ বলেন, ‘খালটি ২০১৮-২০১৯ অর্থ বছরে পুনঃখনন করা হয়েছে। ওই খালের জমির মালিক সরকার। খালের মুখ ভরাটের অভিযোগ পেয়েছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫