Ajker Patrika

মহাকাশে লড়াই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ০৯: ৫৪
মহাকাশে লড়াই

মা-বাবার ফোন নিয়ে সারাক্ষণ মুখ গুঁজে কী করো, বলো তো? গেম যদি খেলতেই হয় তাহলে দারুণ কিছুই বেছে নাও।

‘লেগো স্টারওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়াকেন’ ভিডিও গেমটি দারুণ সব গল্প আর চরিত্র দিয়ে ভরপুর। এই ভিডিও গেমটি আসলে কমিক বুক স্টারওয়ারস থেকে থিম নিয়ে বানানো হয়েছে।

এই সিরিজের থিমগুলো নিয়ে জনপ্রিয় চলচ্চিত্রও হয়েছে। মহাকাশের বিভিন্ন শত্রুর সঙ্গে গেমের শক্তিমান চরিত্রগুলো লড়াই করে এখানে। তাদের হাতে অন্যতম যে হাতিয়ার থাকে সেটি হচ্ছে আলোর ঝলকানি দেওয়া তলোয়ার। ভাবো তো একবার! মানে খারাপের বিরুদ্ধে ভালোর জয়।

২০১৬ সালের মাঝামাঝিতে প্রকাশ করা হয় স্টারওয়ারস সিরিজের একটি হলো ‘লেগো স্টারওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়াকেন’ ভিডিও গেমটি।

জনপ্রিয় ভিডিও গেম নির্মাণ ও প্রকাশকারী প্রতিষ্ঠান টিটি ফিউশন তাদের লেগো স্টারওয়ারস সিরিজ নিয়ে এসেছে। তাহলে একবার করবে নাকি মহাকাশে লড়াই?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত