Ajker Patrika

সালিসে লাঠিপেটায় আহত যুবকের মৃত্যু

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৬: ২৬
সালিসে লাঠিপেটায় আহত যুবকের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় সালিসে প্রতিপক্ষের লাঠিপেটায় আহত আশাদ মিয়া (৩৫) মারা গেছেন। গত শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে এ ঘটনায় হত্যা মামলা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে সাদির উদ্দিনের বাড়ি সামনে জমি সংক্রান্ত বিরোধে সালিসে দুপক্ষের মধ্যে কথাকাটি হয়। এ সময় মো. কামাল মিয়া গংদের লোকজন এলোপাতাড়ি মারপিট শুরু করলে ঘটনাস্থলে আশাদ মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত আশাদ মিয়া উলুকান্দা (বগাটিয়া) গ্রামের মো. আবদুল্লার ছেলে।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান জানান, আসাদ মিয়াকে মারধরের ঘটনায় তিনজনকে আটক করেছে কলমাকান্দা থানা-পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা হবে। ঘটনাটির পরিপ্রেক্ষিতে উলুকান্দা গ্রামের মজনু মিয়া (৬০), সিরাজুল ইসলাম (৫৫) ও সাফায়েত উল্লাহ নামে তিন জনকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত