Ajker Patrika

টেঁটা-বল্লমের সংঘর্ষ থামেনি তিন দিনেও

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৬: ১২
টেঁটা-বল্লমের সংঘর্ষ  থামেনি তিন দিনেও

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তিন দিন ধরে থেমে থেমে চলছে টেঁটা-বল্লমের সংঘর্ষ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার আকবরনগরে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পক্ষের সমর্থকদের আটটি ঘরে ব্যাপক ভাঙচুর করা হয়। এ ঘটনায় আকবরনগর গ্রামে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বালুচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আফজাল হোসেন ও বক্তাবলী এলাকার সামেদ আলীদের সঙ্গে আকবরনগর গ্রামের হাসান আলীদের দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। গতকাল দুপুরে আফজাল হোসেনের এক সমর্থককে মারধর করে হাসান আলীর লোকজন। পরে আফজাল ও সামেদ আলীর লোকজন হাসান আলীর সমর্থকদের বাড়িঘর ঘেরাও করে হামলা চালায়। সে সময় সাত-আটটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে তারা। পরে পুলিশ খবর পেলে ঘটনাস্থলে যায়।

এর আগে গত সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কয়েক দফা সংঘর্ষ হয়। এতে পাঁচজন টেঁটাবিদ্ধসহ অন্তত ১৭ জন আহত হয়। এ ছাড়া উভয় পক্ষের ১২টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কয়েক দিন আগের ঘটনায় ফতুল্লা থানা মামলা হয়েছে। বক্তাবলীর লোকজন আকবরনগর না এলে কোনো ঝগড়া হওয়ার আশঙ্কা নেই। আজকে সেখানে গিয়েছিলাম। বক্তাবলী ইউপি চেয়ারম্যান শওকত এবং ফতুল্লা থানার ওসি ঝামেলা কমাতে তাঁর এলাকার দায়িত্ব নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত