Ajker Patrika

আদালতের নির্দেশে ইছামতীর অবৈধ স্থাপনা উচ্ছেদ ফের শুরু

পাবনা প্রতিনিধি
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০৩
আদালতের নির্দেশে ইছামতীর অবৈধ স্থাপনা উচ্ছেদ ফের শুরু

প্রায় এক বছর বন্ধ থাকার পর হাইকোর্টের নির্দেশনায় আবারও শুরু হয়েছে পাবনার ইছামতী নদীর অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান। জেলা প্রশাসনের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গতকাল রোববার সকালে শহরের কৃষ্ণপুর ও গোপালপুর এলাকায় উচ্ছেদ কার্যক্রম শুরু করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

স্থানীয়রা জানান, বেলা ১১টায় শহরের পুরোনো সেতু এলাকায় র‍্যাব ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান শুরু করে পাউবো ও জেলা প্রশাসনের যৌথ টিম। এ সময় এস্কেভেটর দিয়ে নদী তীরের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। স্থাপনা সরিয়ে নিতে নোটিশ বা নির্দেশনা দেওয়া হয়নি বলে অনেকে অভিযোগ করলেও তা সঠিক নয় বলে জানিয়েছে পাউবো কর্তৃপক্ষ।

অভিযানে নেতৃত্ব দেন পাবনা পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল্লাহ, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) কাউসার হাবিবসহ অন্যরা। দিনব্যাপী এই অভিযানে অর্ধশত অবকাঠামো ভেঙে দিয়ে নদীর জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়।

পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম চৌধুরী জানান, পাবনা শহর দিয়ে প্রবাহিত ইছামতী নদীর কোল ঘেঁষে পুরো শহরের অবৈধ দখলদারমুক্ত করা হবে।

তিনি বলেন, ‘পর্যায়ক্রমে ইছামতীর ৩৩৪ জন তালিকাভুক্ত অবৈধ দখলদারসহ গোটা জেলায় প্রায় সহস্রাধিক অবকাঠামো উচ্ছেদ করা হবে।’

উল্লেখ্য, সত্তরের দশকে পাবনা পৌর এলাকার প্রায় আট কিলোমিটার এলাকায় ছিল ইছামতীর বিস্তার, প্রস্থ ছিল ৯০ থেকে ২০০ ফুট। অব্যাহত দখলে নদীর প্রস্থ কমে এখন দাঁড়িয়েছে ২৫ থেকে ৩০ ফুটে। সংস্কারের অভাবে অধিকাংশ এলাকা ময়লা আবর্জনায় ভরাট হয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত