দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারী, গাইবান্ধা ও দিনাজপুরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের লাইনও দীর্ঘ হতে থাকে। বিশেষ করে নারী ভোটারের সংখ্যা ছিল লক্ষণীয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে নির্বাচন কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয় ভোটগণনা। এ সময় ভোটকেন্দ্রের বাইরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থক ও উৎসুক জনতার ভিড় জমে যায়। বিস্তারিত উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবরে:
নীলফামারী প্রতিনিধি
দ্বিতীয় ধাপে নীলফামারী সদরের ১১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের লাইনও দীর্ঘ হতে থাকে।
এদিকে ভোটকেন্দ্র দখল করে ফলাফল নিজের পক্ষে নিতে মোবাইলে একটি কথোপকথন ভাইরাল হয়েছে। স্বতন্ত্র প্রার্থী বুকে নৌকার প্রতীক লাগিয়ে এবং মুজিব কোট পরিধান করে কেন্দ্র দখলে নিয়ে ভোট দেওয়ার পরিকল্পনা ফাঁস হয় ওই কথোপকথনে। এতে আইনশৃঙ্খলা বাহিনী কেন্দ্রগুলোতে নিরাপত্তা ও টহল জোরদার করে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান মোবাইলে কথোপকথন ভাইরাল হওয়া বিষয়ে বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ ছাড়া দ্বিতীয় ধাপের নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে ছিল।
জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী বলেন, মোবাইলে যে কথোপকথন ভাইরাল হয়েছে, তা আমরা নজরদারিতে রেখেছি। যারা এই ধরনের পরিকল্পনা করছে, তদন্ত করে দেখা হচ্ছে। আমরা কোনোভাবেই এই নির্বাচনকে বিতর্কিত হতে দেব না।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ১১টি ইউপির ১০টিতে রয়েছে ৯টি করে কেন্দ্র ও চড়াইখোলা ইউনিয়নে রয়েছে ১০টি কেন্দ্র। এ নিয়ে মোট ১০০টি কেন্দ্রের মধ্যে ৩৪টি কেন্দ্রকে ধরা হয়েছে অতিগুরুত্বপূর্ণ হিসেবে। ৩৪টির মধ্যে চওড়াবড়গাছা ইউনিয়নে তিনটি, গোড়গ্রামে চারটি, পলাশবাড়ীতে দুটি, রামনগরে চারটি, কচুকাটায় তিনটি, সোনারায়ে তিনটি, সংগলশীতে তিনটি, চড়াইখোলায় তিনটি, চাপড়াসরমজামীতে দুটি ও লক্ষ্মীচাপ ইউনিয়নে পাঁচটি কেন্দ্র।
১১টি ইউনিয়নে ১০০ ভোটকেন্দ্রের ৫৮৬টি বুথে ভোট প্রদান করবেন দুই লাখ ১২ হাজার পাঁচজন ভোটার। ১০০টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছেন ১০০ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৫৮৬ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং এক হাজার ১৭২ জন পোলিং কর্মকর্তা।
গাইবান্ধা: সদর উপজেলার ১৩টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বৃহস্পতিবার সকাল ৮টায় থেকে ১২৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়।
ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতিও বেশ ভালো। কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি। নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় উৎসবমুখর পরিবেশ ছিল। ভোটগ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্রগুলোতে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ করা গেছে। অনেক কেন্দ্রে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। অন্যদিকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারায় খুশি ভোটারেরাও।
সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
হাকিমপুর (দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুর উপজেলার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। ইউনিয়নের প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারেরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে নিয়োজিত ছিল ম্যাজিস্ট্রেটসহ পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার সদস্যরা।
হাকিমপুরের নয়ানগর, পাউশগাড়া ও খট্টা প্রাইমারি স্কুলে সকাল থেকে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে, এসব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন ভোটাররা।
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারী, গাইবান্ধা ও দিনাজপুরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের লাইনও দীর্ঘ হতে থাকে। বিশেষ করে নারী ভোটারের সংখ্যা ছিল লক্ষণীয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে নির্বাচন কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয় ভোটগণনা। এ সময় ভোটকেন্দ্রের বাইরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থক ও উৎসুক জনতার ভিড় জমে যায়। বিস্তারিত উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবরে:
নীলফামারী প্রতিনিধি
দ্বিতীয় ধাপে নীলফামারী সদরের ১১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের লাইনও দীর্ঘ হতে থাকে।
এদিকে ভোটকেন্দ্র দখল করে ফলাফল নিজের পক্ষে নিতে মোবাইলে একটি কথোপকথন ভাইরাল হয়েছে। স্বতন্ত্র প্রার্থী বুকে নৌকার প্রতীক লাগিয়ে এবং মুজিব কোট পরিধান করে কেন্দ্র দখলে নিয়ে ভোট দেওয়ার পরিকল্পনা ফাঁস হয় ওই কথোপকথনে। এতে আইনশৃঙ্খলা বাহিনী কেন্দ্রগুলোতে নিরাপত্তা ও টহল জোরদার করে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান মোবাইলে কথোপকথন ভাইরাল হওয়া বিষয়ে বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ ছাড়া দ্বিতীয় ধাপের নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে ছিল।
জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী বলেন, মোবাইলে যে কথোপকথন ভাইরাল হয়েছে, তা আমরা নজরদারিতে রেখেছি। যারা এই ধরনের পরিকল্পনা করছে, তদন্ত করে দেখা হচ্ছে। আমরা কোনোভাবেই এই নির্বাচনকে বিতর্কিত হতে দেব না।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ১১টি ইউপির ১০টিতে রয়েছে ৯টি করে কেন্দ্র ও চড়াইখোলা ইউনিয়নে রয়েছে ১০টি কেন্দ্র। এ নিয়ে মোট ১০০টি কেন্দ্রের মধ্যে ৩৪টি কেন্দ্রকে ধরা হয়েছে অতিগুরুত্বপূর্ণ হিসেবে। ৩৪টির মধ্যে চওড়াবড়গাছা ইউনিয়নে তিনটি, গোড়গ্রামে চারটি, পলাশবাড়ীতে দুটি, রামনগরে চারটি, কচুকাটায় তিনটি, সোনারায়ে তিনটি, সংগলশীতে তিনটি, চড়াইখোলায় তিনটি, চাপড়াসরমজামীতে দুটি ও লক্ষ্মীচাপ ইউনিয়নে পাঁচটি কেন্দ্র।
১১টি ইউনিয়নে ১০০ ভোটকেন্দ্রের ৫৮৬টি বুথে ভোট প্রদান করবেন দুই লাখ ১২ হাজার পাঁচজন ভোটার। ১০০টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছেন ১০০ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৫৮৬ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং এক হাজার ১৭২ জন পোলিং কর্মকর্তা।
গাইবান্ধা: সদর উপজেলার ১৩টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বৃহস্পতিবার সকাল ৮টায় থেকে ১২৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়।
ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতিও বেশ ভালো। কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি। নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় উৎসবমুখর পরিবেশ ছিল। ভোটগ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্রগুলোতে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ করা গেছে। অনেক কেন্দ্রে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। অন্যদিকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারায় খুশি ভোটারেরাও।
সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
হাকিমপুর (দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুর উপজেলার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। ইউনিয়নের প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারেরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে নিয়োজিত ছিল ম্যাজিস্ট্রেটসহ পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার সদস্যরা।
হাকিমপুরের নয়ানগর, পাউশগাড়া ও খট্টা প্রাইমারি স্কুলে সকাল থেকে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে, এসব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন ভোটাররা।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫