Ajker Patrika

বিশ্বকাপ দলে ফিরবেন জাহানারা

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১১: ৫১
বিশ্বকাপ দলে ফিরবেন জাহানারা

নিজের কাজটা ঠিকঠাক করছিলেন। হঠাৎই পথ ভুলেছেন; হারিয়েছেন ছন্দ। জাহানারা আলমের রঙিন প্রত্যাবর্তনের মঞ্চ হতে পারত মালয়েশিয়ায় হতে যাওয়া কমনওয়েলথ গেমস বাছাই। কিন্তু সে সুযোগ মেলেনি। বাছাইয়ে বাংলাদেশ দলে জায়গা হয়নি তাঁর। স্ট্যান্ডবাই হিসেবে তাঁকে বিবেচনা করেছেন বিসিবি নির্বাচকেরা। জাহানারার দল থেকে ছিটকে যাওয়াটা তাঁর ‘শাস্তি’ হিসেবে দেখছে ক্রিকেট বোর্ড।

শাস্তিটা অবশ্য বাজে পারফরম্যান্সের কারণে নয়। জাহানারার বিরুদ্ধে উঠেছে শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ। সতীর্থ ও কোচের সঙ্গে অশোভন আচরণ কাঠগড়ায় দাঁড় করিয়েছে তাঁকে। এসব ঘটনার জেরে বাদ পড়েছেন দল থেকে। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে (বিসিবি) পাল্টা ‘নালিশ’ জানিয়েছেন।

পরিস্থিতি যেটাই হোক, জাহানারার নারী ওয়ানডে বিশ্বকাপ দলে থাকা নিয়ে কোনো সংশয় নেই। নির্বাচক, কোচ ও টিম ম্যানেজমেন্টের বিশ্বকাপ ভাবনায় ভালোভাবেই আছেন তিনি। আগামী মার্চে নিউজিল্যান্ডে মঞ্চস্থ হবে বৈশ্বিক প্রতিযোগিতা।

বিশ্বকাপ খেলবেন জাহানারা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি নারী বিভাগের প্রধান ও বোর্ড পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। গতকাল আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘হ্যাঁ, বিশ্বকাপ খেলতেই পারে। অবশ্যই আমাদের বিশ্বকাপ দলের বিবেচনায় তার নাম আছে। নির্বাচক, কোচ এবং আমাদের ম্যানেজারদের বিবেচনায়ও এটা নেই। আমরা তাকে সুযোগ দেব। যদি ভুল না করি, বিশ্বকাপ দলে সে থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত