Ajker Patrika

নিউজিল্যান্ডে স্বপ্নের ১ দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১২: ৪৯
নিউজিল্যান্ডে স্বপ্নের ১ দিন

প্রথম দিন যেখান থেকে শেষ হয়েছিল গতকাল রোববার সেখান থেকেই শুরু করেছে বাংলাদেশ।

দ্বিতীয় দিন শুরুর সেশনেই নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছেন মুমিনুল হকরা। পরে বোলারদের দেখানো মঞ্চে আলো ছড়িয়েছেন ব্যাটাররা, আরও নির্দিষ্ট করে বললে টপ অর্ডার। ১৫৩ রানে পিছিয়ে থাকলেও ব্যাটিং-বোলিং মিলিয়ে মাউন্ট মঙ্গানুই টেস্টে স্বপ্নের একটা দিন পার করেছে বাংলাদেশ। কে বলবে এই দলটা সিরিজ খেলতে নেমেছে নিজেদের তিন তারকা ক্রিকেটারকে ছাড়া। বাংলাদেশ নিউজিল্যান্ড পরীক্ষা দিচ্ছেও প্রস্তুতিতে যথেষ্ট ঘাটতি নিয়ে।

ঘাটতিটা মাঠের লড়াইয়ে অবশ্য পুষিয়ে দেওয়ার চেষ্টা করছেন মুমিনুলরা। প্রথম দিন কিউইদের সঙ্গে লড়াই করেছেন সেয়ানে সেয়ানে। গতকাল দ্বিতীয় দিনটা আক্ষরিক অর্থে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। বে ওভালে প্রথম সেশনে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে গুঁড়িয়ে দেওয়ার সুফলটা ব্যাট হাতেও পেয়েছে দল। ২ উইকেটে ১৭৫ রানে দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। ফিফটি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত; সেঞ্চুরির আভাস দিয়ে অপরাজিত মাহমুদুল হাসান জয়।

আজ দারুণ শুরুর লক্ষ্যে তাঁর সঙ্গী অধিনায়ক মুমিনুল হক। বোলিংয়ে নজর কাড়ার পর এবার ব্যাটিংয়েও দারুণ কিছু করতে উন্মুখ সফরকারী দলপতি। মুমিনুলের স্বভাবসুলভ ব্যাটিং হতে পারে দলের এগিয়ে যাওয়ার চালিকাশক্তি। তাঁর কাজটা অনেকটা সহজ করে দিতে পারেন তরুণ ওপেনার জয়। মাউন্ট মঙ্গানুই টেস্টে নিজেকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই তরুণের।

এই টেস্টের গতিপথ নির্ধারণে বাংলাদেশের আজকের ব্যাটিং রাখতে পারে বড় ভূমিকা। গত দুদিনে কিছুটা হলেও ম্যাচের নাটাই মুমিনুলদের হাতে। সেটির ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারেন তাঁরা, নিউজিল্যান্ড সফরের অতীতের যত তিক্ত অভিজ্ঞতা, কিছুটা হলেও মুছে দিতে পারে এই টেস্ট। দলকে ভালো অবস্থানে নিতে যুব বিশ্বকাপজয়ী পেসার শরিফুল ইসলামও রেখেছেন সহায়ক ভূমিকা। নিউজিল্যান্ডের পেস স্বর্গে ঘূর্ণি জাদুতে সামনে এসেছেন মেহেদী হাসান মিরাজও।

রোববার রোদমাখা সকালে উজ্জ্বল শুরুটা মিরাজই এনে দিয়েছেন; ধসিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের লোয়ার অর্ডার। মিরাজের শিকার ৩টি। পেসার শরিফুলও উইকেট নিয়েছেন সমান ৩টি। এর দুটিই প্রথম দিনের। তাঁদের দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডের শেষ পাঁচ ব্যাটার যেতে পারেননি দশকের ঘরেও। অলআউটের পথে কাঁটা হয়ে দাঁড়ান ৭৫ রান করা হেনরি নিকোলস। তাঁকে ফেরান মুমিনুল। ম্যাচে এটা তাঁর দ্বিতীয় শিকার। খণ্ডকালীন বোলার হিসেবে চমকেই দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

বোলিংয়ের ছন্দটা ব্যাটিংয়ে ধরে রেখেছে বাংলাদেশ দুই তরুণের ওপর ভর করে। সাদমান ইসলাম ২২ রানে নিল ওয়াগনারের ফিরতি ক্যাচ হয়ে সাজঘরে ফিরলেও দলকে পথ দেখান জয় ও শান্ত। ৬৪ রানে সাদমান আউট হন। ১০৯ বলের ইনিংসটি ৭ চার ও ১ ছক্কায় সাজিয়েছেন তিনি। তবে ধৈর্যশীল ও স্থিতধী ব্যাটিংয়ে নিজের জাত চিনিয়েছেন জয়। প্রথম টেস্টের স্নায়ুচাপটা সামলে নিতে না পারলেও নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে জ্বলে উঠলেন শুরুতেই।

৪৩ রানে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। এরপর জয় ও শান্তর ব্যাটে এগিয়ে যাওয়ার শুরু। প্রায় ৪০ ওভার খেলার পর ১০৪ রানে দ্বিতীয় উইকেট জুটি বিচ্ছিন্ন হয়। পরে জয়কে নিয়ে নির্বিঘ্নে বাকি দিনটা কাটিয়ে দেন মুমিনুল। দুজনই ব্যাট করছেন আদর্শ টেস্ট মেজাজে। ৭০ রানে অপরাজিত থাকা জয় খেলেছেন ২১১ বল। নিউজিল্যান্ডে এই প্রথম বাংলাদেশের কোনো ওপেনার খেললেন ২০০ বল।

জয়ের ভাগ্যের ছোঁয়াও পেয়েছেন বেশ। নিউজিল্যান্ড রিভিউ না নেওয়ায় এলবিডব্লিউর হাত থেকে বেঁচে গেছেন, তখন তাঁর রান ২০ রান। ৮ রানে দিনশেষে অপরাজিত মুমিনুল। অপরাজিত দুই ব্যাটার আজ কত দূর যেতে পেরেছেন, এতক্ষণে সেটা জেনে যাওয়ার কথা।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: (১ম ইনিংস) 
১০৮.১ ওভারে ৩২৮/১০ 
কনওয়ে ১২২; শরীফুল ৩/৬৯ 

বাংলাদেশ: (১ম ইনিংস) 
৬৭ ওভারে ১৭৫/২ 
জয় ৭০*; ওয়াগনার ২/২৭ 

* দ্বিতীয় দিন শেষে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত