Ajker Patrika

মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তি নেবে না সরকারি ২ স্কুল

যশোর প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৫: ১৪
মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তি নেবে না সরকারি ২ স্কুল

যশোর জেলার ৪ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দুটিতেই এবার ষষ্ঠ শ্রেণিতে কোনো শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে না। স্কুল দুটির মধ্যে রয়েছে যশোর জিলা স্কুল এবং সদরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আসন খালি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম গোলাম আযম। ফলে এবার জেলা সদরের কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয়েই ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে না শিক্ষার্থীরা।

কিন্তু কীভাবে পুরো একটি শ্রেণির সব আসন পূর্ণ রয়েছে বা নতুন শিক্ষার্থী একজনও কেন ভর্তি নেওয়া হবে না–এমন প্রশ্নের কোনো ব্যাখ্যা না দিয়ে শিক্ষা কর্মকর্তা শুধু এতটুকু বলেন, ‘কোনো আসন ফাঁকা নেই। এ জন্য ভর্তি নেওয়া হবে না।’

তবে জেলার মনিরামপুরে অবস্থিত বাকি দুটি সরকারি বিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে। এ জন্য আগামী ৮ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে ভর্তি–ইচ্ছুকদের। আর ১৫ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে নির্বাচন করা হবে শিক্ষার্থী। যশোর জেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম গোলাম আযম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম গোলাম আযম জানান, যশোর জেলার চারটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে দুই শিফটের প্রতিষ্ঠান যশোর জিলা স্কুল ও যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যশোর পৌর এলাকায় অবস্থিত। বাকি দুটি হলো মনিরামপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও মনিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়।

এ কে এম গোলাম আযম জানান, যশোর জিলা স্কুল ও বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে আসন খালি না থাকায় শুধু তৃতীয় শ্রেণিতে ভর্তি আবেদন নেওয়া হচ্ছে। জিলা স্কুলের তৃতীয় শ্রেণিতে প্রভাতি ও দিবা শাখা মিলে আসনসংখ্যা ২৪০টি। এই দুই শিফটে সংরক্ষিত আসন দুটি করে মোট চারটি। যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৪০টি আসনের বিপরীতে সংরক্ষিত আসন প্রভাতিতে তিনটি এবং দিবা শাখায় দুটি মিলে মোট পাঁচটি।

এ কে এম গোলাম আযম আরও জানান, মনিরামপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও মনিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করার সুযোগ রয়েছে। এর মধ্যে মনিরামপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ১২০টি আসনের বিপরীতে দুটি আসন সংরক্ষিত। অপর দিকে মনিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ে ১২০টি আসনের বিপরীতে দুটি আসন সংরক্ষিত রয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, জেলার সরকারি চারটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ৪৮০ এবং ষষ্ঠ শ্রেণিতে ২৪০ জন মিলে মোট ৭২০ শিক্ষার্থী ২০২২ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পাবে।­

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত