Ajker Patrika

সমাজকল্যাণ সচিবের ক্যানসার সেন্টার পরিদর্শন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৫: ২৯
সমাজকল্যাণ সচিবের ক্যানসার সেন্টার পরিদর্শন

বাগেরহাটের রামপালে 'আমাদের গ্রাম ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার' পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতার। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে প্রস্তাবিত নির্মাণকাজ সম্পন্নের জন্য গণপূর্ত বিভাগকে নির্দেশনা ও পরামর্শ দেন।

গত রোববার বিকেলে উপজেলার ঝনঝনিয়া গ্রামে ২৩ কোটি টাকা ব্যয়ে এই ক্যানসার কেয়ার সেন্টার পরিদর্শন করেন তিনি।

এ সময় সচিব মাহফুজা আখতারকে আমাদের গ্রাম ক্যানসার কেয়ারের নানাবিধ বিষয়বস্তু অবহিত করেন আমাদের গ্রাম ক্যানসার কেয়ার প্রকল্পের প্রতিষ্ঠাতা পরিচালক রেজা সেলিম।

এ সময় খুলনা বিভাগীয় সমাজসেবা পরিচালক মো. আব্দুর রহমান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব জাহান আরা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব এস এম গোলাম কিবরিয়া, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট জেলা সমাজসেবা উপপরিচালক এস এম রফিকুল ইসলাম, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন, রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত পাল, রামপাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিন আলম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ আ. জলিল, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

২৩ কোটি টাকার এই ক্যানসার রিসার্চ প্রকল্পটি বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের অনুমোদনে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও আমাদের গ্রাম ডিপিপি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

রাজশাহীতে বরখাস্ত হওয়া এসআইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত