Ajker Patrika

অজুর পানি অপচয় করা নিষেধ

ড. এ. এন. এম. মাসউদুর রহমান
অজুর পানি অপচয় করা নিষেধ

পবিত্রতা লাভের অন্যতম মাধ্যম অজু। পবিত্র পানি দিয়ে নির্দিষ্ট অঙ্গ-প্রত্যঙ্গ ধৌত করার মাধ্যমে পবিত্রতা অর্জন করাকে অজু বলে। যার মাধ্যমে বিভিন্ন অঙ্গের পাপসমূহ মুছে যায়। অজু ছাড়া নামাজ শুদ্ধ হয় না। আমরা বিভিন্ন উপায়ে অজু করে থাকি। কখনো পাত্রে পানি নিয়ে অজু করি, আবার কখনো সরাসরি টিউবওয়েল অথবা ট্যাপকল থেকে পানি নিয়ে অজু করি। যেভাবেই অজু করি না কেন, কোনোভাবেই পানির অপচয় করার সুযোগ নেই। পানি যতই পর্যাপ্ত থাক না কেন, প্রয়োজন অনুসারে ব্যবহার করাই প্রত্যেক মুসল্লির জন্য আবশ্যক।

এ প্রসঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, ‘একদিন মহানবী (সা.) হজরত সাআদ (রা.)-এর পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি অজু করছিলেন। মহানবী (সা.) তাঁকে বললেন, ‘এই অপচয় কেন করছ?’ তিনি বললেন, ‘হে আল্লাহর রাসুল, অজুতেও কি অপচয় আছে?’ তিনি বললেন, ‘হ্যাঁ অবশ্যই, যদিও তুমি প্রবহমান নদীতে থাকো!’ (ইবনে মাজাহ)

তাই সব সময় পরিমিত পানি ব্যবহার করে অজু করা সুন্নত। হজরত আনাস ইবনে মালিক (রা.) বলেন, ‘মহানবী (সা.) সাধারণত এক “মুদ্দ” পানি দিয়ে অজু করতেন।’ (মুসলিম) মুহাদ্দিসগণের মতে, এক মুদ্দ সমান ৬২৫ গ্রাম।

একদিন হজরত আবদুল্লাহ ইবনে মুগাফ্ফাল (রা.) তাঁর ছেলেকে বললেন, ‘হে বৎস, আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করো এবং জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাও। কারণ, আমি মহানবী (সা.)-কে বলতে শুনেছি, শিগগিরই এই উম্মতের মধ্যে এমন একদল লোকের আবির্ভাব ঘটবে, যারা দোয়ার ক্ষেত্রে ও অজুর (পানি ব্যবহার) ব্যাপারে বাড়াবাড়ি করবে।’ (আবু দাউদ)

লেখক: অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত