Ajker Patrika

কাঁচা রাস্তায় ভোগান্তি

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১২: ০৪
কাঁচা রাস্তায় ভোগান্তি

নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়নের শুভপুর-কদমতলী-মন্নারা কাঁচা রাস্তা বৃষ্টিতে বেহাল হয়ে পড়েছে। চার কিলোমিটার রাস্তাটিতে সৃষ্টি হয়েছে কাদার। গর্তে জমে রয়েছে বৃষ্টির পানি। কোথাও কোথাও মাটি ধসে পুকুরে পড়েছে। এতে যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিন দেখা গেছে, কাঁচা রাস্তায় কাদামাটিতে চলাচলে ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যানবাহন। এ রাস্তা দিয়ে প্রতিদিন শুভপুর দাখিল মাদ্রাসা, শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুভপুর আইডিয়াল কিন্ডারগার্টেন, শুভপুর ওয়াছাকিয়া মাদ্রাসা, মন্নারা আলহাজ্ব ছালামত-উল্যাহ উচ্চবিদ্যালয়, মন্নারা আল-মানারত একাডেমি, আজিয়ারা উচ্চ বিদ্যালয়, স্কলার্স মাধ্যমিক বিদ্যালয় ও হোমনাবাদ আদর্শ কলেজসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলাচল করে। কখনো কখনো শিক্ষার্থীরা কাদায় পিছলে পড়ার ঘটনাও ঘটছে।

স্থানীয় মৎস্য চাষি ফয়সাল বলেন, ‘রাস্তা বেহাল হওয়ায় মৎস্য খামারে দিকে ট্রাক ঢুকে না। তাই আমার মাছ বাড়তি কেরিং খরচ দিয়ে মূল রাস্তায় পৌঁছে দিতে হয়। এ রাস্তা দিয়ে উপজেলা সদর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়নের কাজে যেতে চাইলেও কোনো ধরনের যানবাহন গ্রামে ঢুকতে চায় না। সাধারণ জনগণকে হেঁটে দুই থেকে তিন কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে মূল রাস্তায় উঠতে হয়।’

বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুর রহমান বলেন, ‘আমি রাস্তাটি সম্পর্কে অবগত আছি। এর উন্নয়নের জন্য প্রকল্প জমা দিয়েছি। বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু হবে।’

উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘রাস্তাটি প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। দরপত্র প্রক্রিয়া শুরু হলে ইউনিয়ন প্রতিনিধিকে জানানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত