সিলেট প্রতিনিধি
সিলেট শহরতলির একটি ভবনের দুই বাসায় আট সদস্যকে অচেতন করে লুটের ঘটনা ঘটেছে। খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে ভবনের দুটি ফ্ল্যাটে লুট করে দুর্বৃত্তরা। দুই পরিবারের আট সদস্য অসুস্থ হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর মধ্য গতকাল শনিবার বিকেল পর্যন্ত দুজনের জ্ঞান ফেরেনি। গত শুক্রবার রাতে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের মুখে অবস্থিত সিলেট ক্লাবের পেছনের বাসায় এ ঘটনা ঘটে।
অসুস্থরা হলেন সুহানুর রহমান সাগর (১৭), নিগার সুলতানা (২৯), মাজেদা বেগম (৫০), সুভাস চন্দ্র দে (৬৫), শ্রীভাস চন্দ্র দে (৬০), সুজন দে (৩৫), সিবানী চন্দ্র দে (৫২) ও গৌরী রানি দে (৫৭)। এর মধ্যে নিগার সুলতানা সিলেটে একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরি করেন। বর্তমানে তিনি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে।
সুলতানা বেগম গতকাল বিকেলে জানান, সিলেট ক্লাবের পেছনের টিনশেডের একতলা বাসায় তাঁরা দুটি পরিবার ভাড়া থাকেন। গত শুক্রবার রাতে দুই পরিবারের সদস্যরা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। তবে সুলতানার ভাই সাহেদ আহমদ অন্যত্র খেয়ে আসায় বাসায় রাতের খাবার খাননি। সাহেদ প্রায় পুরো রাতই জেগে ছিলেন। ভোর পাঁচটার দিকে পাশের কক্ষ থেকে মা-বোনের চিৎকারে তিনি দৌড়ে গিয়ে দেখেন, রান্নাঘরের জানালার গ্রিল কাটা। এ সময় সাহেদের মা বলেন, গ্রিল কাটার শব্দে তাঁর ঘুম ভেঙে গেলেও তিনি চোখে ঝাপসা দেখছিলেন এবং কয়েকবার বমি করেন। তাই চিৎকার করে ছেলেকে ডাকেন।
সাহেদ এ সময় মা-বোনসহ তাঁর পরিবারের তিনজনকে অসুস্থ দেখতে পান। এ সময় পাশের ইউনিটের লোকজনকে ডাকতে গিয়ে তাঁদেরও একই অবস্থা দেখতে পেয়ে অ্যাম্বুলেন্স ডেকে অসুস্থ সবাইকে নিয়ে গিয়ে ওসমানী হাসপাতালে ভর্তি করেন।
সুলতানা বেগম আরও জানান, দুই পরিবারের মোট আটজন অসুস্থ। এর মধ্যে শনিবার বিকেল পর্যন্ত দুজনের জ্ঞান ফেরেনি। তবে বাকি সবার অবস্থা উন্নতির দিকে।
এ ব্যাপারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল গফফার গতকাল শনিবার বিকেলে জানান, আটজন অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন। সম্ভবত তাঁদের খাবারে চেতনানাশক মিশিয়ে খাইয়ে দেওয়া হয়েছিল। চিকিৎসা চলছে। দুজনের জ্ঞান এখনো ফেরেনি। তবে বাকি সবার অবস্থা ভালো।
মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির গতকাল বিকেলে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যে জানালা কাটার কথা বলা হয়েছে সেটি একেবারেই দুর্বল। ঘটনাটি আমরা তদন্ত করছি। পরিবারের সবাই বিপদ মুক্ত আছেন।’
সিলেট শহরতলির একটি ভবনের দুই বাসায় আট সদস্যকে অচেতন করে লুটের ঘটনা ঘটেছে। খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে ভবনের দুটি ফ্ল্যাটে লুট করে দুর্বৃত্তরা। দুই পরিবারের আট সদস্য অসুস্থ হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর মধ্য গতকাল শনিবার বিকেল পর্যন্ত দুজনের জ্ঞান ফেরেনি। গত শুক্রবার রাতে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের মুখে অবস্থিত সিলেট ক্লাবের পেছনের বাসায় এ ঘটনা ঘটে।
অসুস্থরা হলেন সুহানুর রহমান সাগর (১৭), নিগার সুলতানা (২৯), মাজেদা বেগম (৫০), সুভাস চন্দ্র দে (৬৫), শ্রীভাস চন্দ্র দে (৬০), সুজন দে (৩৫), সিবানী চন্দ্র দে (৫২) ও গৌরী রানি দে (৫৭)। এর মধ্যে নিগার সুলতানা সিলেটে একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরি করেন। বর্তমানে তিনি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে।
সুলতানা বেগম গতকাল বিকেলে জানান, সিলেট ক্লাবের পেছনের টিনশেডের একতলা বাসায় তাঁরা দুটি পরিবার ভাড়া থাকেন। গত শুক্রবার রাতে দুই পরিবারের সদস্যরা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। তবে সুলতানার ভাই সাহেদ আহমদ অন্যত্র খেয়ে আসায় বাসায় রাতের খাবার খাননি। সাহেদ প্রায় পুরো রাতই জেগে ছিলেন। ভোর পাঁচটার দিকে পাশের কক্ষ থেকে মা-বোনের চিৎকারে তিনি দৌড়ে গিয়ে দেখেন, রান্নাঘরের জানালার গ্রিল কাটা। এ সময় সাহেদের মা বলেন, গ্রিল কাটার শব্দে তাঁর ঘুম ভেঙে গেলেও তিনি চোখে ঝাপসা দেখছিলেন এবং কয়েকবার বমি করেন। তাই চিৎকার করে ছেলেকে ডাকেন।
সাহেদ এ সময় মা-বোনসহ তাঁর পরিবারের তিনজনকে অসুস্থ দেখতে পান। এ সময় পাশের ইউনিটের লোকজনকে ডাকতে গিয়ে তাঁদেরও একই অবস্থা দেখতে পেয়ে অ্যাম্বুলেন্স ডেকে অসুস্থ সবাইকে নিয়ে গিয়ে ওসমানী হাসপাতালে ভর্তি করেন।
সুলতানা বেগম আরও জানান, দুই পরিবারের মোট আটজন অসুস্থ। এর মধ্যে শনিবার বিকেল পর্যন্ত দুজনের জ্ঞান ফেরেনি। তবে বাকি সবার অবস্থা উন্নতির দিকে।
এ ব্যাপারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল গফফার গতকাল শনিবার বিকেলে জানান, আটজন অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন। সম্ভবত তাঁদের খাবারে চেতনানাশক মিশিয়ে খাইয়ে দেওয়া হয়েছিল। চিকিৎসা চলছে। দুজনের জ্ঞান এখনো ফেরেনি। তবে বাকি সবার অবস্থা ভালো।
মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির গতকাল বিকেলে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যে জানালা কাটার কথা বলা হয়েছে সেটি একেবারেই দুর্বল। ঘটনাটি আমরা তদন্ত করছি। পরিবারের সবাই বিপদ মুক্ত আছেন।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১৬ ঘণ্টা আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১৭ ঘণ্টা আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
২০ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫