Ajker Patrika

আশরাফুলের কলাম: এশিয়া কাপের ফাইনালে খেলা সম্ভব বাংলাদেশের

মোহাম্মদ আশরাফুল
আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১১: ২৮
আশরাফুলের কলাম: এশিয়া কাপের ফাইনালে খেলা সম্ভব বাংলাদেশের

এশিয়া কাপের যে দল দিয়েছে বিসিবি, এ দল নিয়ে ফাইনাল খেলা সম্ভব। এশিয়া কাপে আগে আমাদের ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে। এবারও আমাদের ফাইনাল খেলা সম্ভব। স্কোয়াডও ভালো হয়েছে।

সাব্বির রহমানকে ফেরানো হয়েছে। পারভেজ ইমন, মুশফিক, মাহমুদউল্লাহ আছে। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে বিশ্রামে থাকলেও মাহমুদউল্লাহ, মুশফিকরা এখনো ফিট। তাদের চেয়ে তো কেউ ভালো কিছু করতে পারছে না। এই জায়গা থেকে দলে ওদের অন্তর্ভুক্তি নিয়ে খুব বেশি প্রশ্ন তোলার সুযোগ নেই।

ওপেনিংয়ে সমস্যা দেখি না। বিজয়-ইমনের বাইরে মেহেদী হাসান মিরাজ ওপেন করতে পারে। মেহেদী হাসান বিপিএলে ওপেনিং করেছে। মিরাজও বিপিএলে ওপেনিং করেছে। নিয়মিত ওপেনার যারা আছে, তারা রান করতে পারছে না। মিডল অর্ডারে আফিফকে সব সময় চারে বা পাঁচে খেলানো উচিত। আমি আফিফকে চারে খেলাতাম। সাকিব হয়তো তিনে আসবে, চারে আফিফ, পাঁচে মুশফিক।

দল নিয়ে সাকিবের নিশ্চয়ই একটা পরিকল্পনা আছে। মাহমুদউল্লাহর দলে থাকাই উচিত। টুর্নামেন্টের শুরুতে হয়তো সেরা একাদশে সুযোগ পাবে না, অভিজ্ঞতা শেয়ার করবে সবার সঙ্গে। ও আসলে গত কিছুদিনে অধিনায়কত্বের চাপটা নিয়ে ফেলছে, খারাপ সময়ও যাচ্ছিল। ১৭ জনের দলে থাকলেও একাদশে থাকা তার কঠিন হবে। সাব্বিরকে যদি শেষ দিকে ৩-৪ ওভারের জন্য খেলায়, মনে হয় না কিছু করতে পারবে। ওকে খেলানো উচিত টপ অর্ডারে, তিন নম্বরে। স্লগের জন্য থাকবে সাকিব, মুশফিক। বোলিংয়ে মিরাজের অন্তর্ভুক্তি খুবই ভালো হয়েছে। হাসান মাহমুদ জিম্বাবুয়ে সফরে ওয়ানডেতে খুব ভালো বোলিং করেছে। ইবাদতও ভালো করছে। এখানে মোস্তাফিজের কাজ হবে তার অভিজ্ঞতা কাজে লাগানো। তাসকিনও আছে। সব মিলিয়ে বোলিং বিভাগ সমৃদ্ধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত