Ajker Patrika

শিশুদের পাশে দাঁড়ালেন ফারুকী-তিশা

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০৯: ০১
শিশুদের পাশে দাঁড়ালেন ফারুকী-তিশা

তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা বাবা-মা হয়েছেন গত ৫ জানুয়ারি। তাঁদের ছিমছাম সংসার আলোয় ভরিয়ে রেখেছে চার মাস বয়সী মেয়ে ইলহাম নুসরাত ফারুকী। বাবা-মা হয়েছেন বলেই হয়তো শিশুদের সংকট বেশি করে উপলব্ধি করতে পারছেন তাঁরা। এই দম্পতি এবার এগিয়ে এলেন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্যে।

মা হওয়ার পর এখনো কাজে ফেরেননি তিশা। তবে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের সাহায্যের জন্য ক্যামেরার সামনে না দাঁড়ালেও, ফিরলেন ক্যামেরার পেছনে। ছবিয়াল থেকে একটি বিজ্ঞাপন প্রযোজনা করেছেন ফারুকী ও তিশা। সেই বিজ্ঞাপনে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের মানবিক সংকটের জায়গাটি দেখানো হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য আহ্বান করা হয়েছে সবার সাহায্য।

বিষয়টি নিয়ে তিশা বলেন, ‘থ্যালাসেমিয়া যেসব শিশুর হয় তাদের সারা জীবন রক্ত এবং আয়রন নিষ্কাশনের ওষুধ দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন এ রকম হাজার হাজার শিশুর চিকিৎসার দায়িত্ব নেয়। এই চিকিৎসার কাজটা ঠিকভাবে করার জন্য থ্যালাসেমিয়া ফাউন্ডেশন একটা জাকাত ফান্ড করেছে। আপনার জাকাতের টাকা এই ফান্ডে দিয়ে আপনি এই মহৎ উদ্যোগের সঙ্গে থাকতে পারেন।’

নিজেদের জাকাতও এসব শিশুর চিকিৎসায় দেবেন তিশা। বিজ্ঞাপনটিও তাঁরা প্রযোজনা করেছেন মানবিক জায়গা থেকেই। তিশা বলেন, ‘আমি তো আমার জাকাতের টাকা ওদের দেবই। পাশাপাশি ছবিয়াল থেকে আমি এবং ফারুকী এই কাজটাও প্রযোজনা করেছি। পরিচালনা করেছে গোলাম কিবরিয়া ফারুকী। কিছু কিছু কাজ আছে, যেটা প্রফেশনাল জায়গার বাইরে গিয়ে করতে হয়। এটা তেমনই একটা কাজ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত