Ajker Patrika

কনকনে শীতে কাহিল মতলবের মানুষ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১১: ১৬
কনকনে শীতে কাহিল মতলবের মানুষ

চাঁদপুরের মতলব দক্ষিণে তীব্র শীত ও হিমেল হাওয়ায় দুর্ভোগে পড়েছে মানুষ। গত দুই দিন সূর্যের মুখ দেখা যায়নি। এক সপ্তাহ ধরে এ অবস্থা চলছে। মাঝে দু-এক দিন হঠাৎ সূর্যের দেখা মিললেও একটু পরই তা মিলিয়ে যায়। সারা দিন ঘন কুয়াশায়াচ্ছন্ন থাকে চারদিক। এ অবস্থায় ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।

শৈত্যপ্রবাহের ফলে চরম কষ্টে ভুগছে দরিদ্র পরিবারের শিশু ও বৃদ্ধরা। বিশেষ করে কৃষিশ্রমিকেরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। কনকনে শীত উপেক্ষা করে সময়মতো কাজে বের হতে পারছেন না অনেক শ্রমিক। কমে গেছে তাঁদের আয়-রোজগার। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

এদিকে শীতের প্রকোপ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলার আইসিডিডিআর,বিসহ অন্য হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগে আক্রান্ত রোগী। উপজেলার একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নে শৈত্যপ্রবাহের এই চিত্র লক্ষ করা গেছে।

গ্রামের হতদরিদ্র মানুষ কনকনে শীতে কাঁপছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে পরিমাণ শীতবস্ত্র দেওয়া হচ্ছে তা খুবই সামান্য।সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অসহায়রা।

শীতার্ত মুকবুল হোসেন বলেন, গত কয়েক দিনের শীতে তাঁরা কাবু। অর্থের অভাবে ভালোমানের গরম কাপড় কিনতে পারছেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত