Ajker Patrika

‘বাবার লেখা চিঠি’ নিয়ে নাদিয়া

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ১৫
‘বাবার লেখা চিঠি’ নিয়ে নাদিয়া

প্রতিবছর ভালোবাসা দিবসে প্রচার হয় একাধিক নাটক ও টেলিফিল্ম। এ বছরও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ব্যস্ত হয়ে পড়েছে দেশের বিনোদন অঙ্গন। নির্মিত হচ্ছে একাধিক নাটক ও ওয়েব কনটেন্ট। নির্মাতা রুবেল আনুশও শামিল হলেন এ উৎসবে। রাকায়েত রাব্বির লেখা গল্পে সম্প্রতি তিনি নির্মাণ করেছেন ওয়েব ফিকশন ‘বাবার লেখা চিঠি’। এ মাসের শুরুর দিকে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ও রেলওয়ে কলোনিতে হয়েছে এর শুটিং। অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া, আশীষ খন্দকার, মনিরা মিঠু, মোহাম্মদ সালমান ও ইমরান কৌশিক।

অভিনেত্রী নাদিয়া বলেন, ‘প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পর একজন মেয়ের ও মেয়ের বাবার মানসিক অবস্থা কেমন হয়, তা নিয়েই এগিয়েছে নাটকের গল্প। আশীষ খন্দকার অভিনয় করেছেন বাবার চরিত্রে। তাঁর সঙ্গে কাজ করতে পারা এক দারুণ অভিজ্ঞতা।’ নির্মাতা রুবেল আনুশ বলেন, ‘একজন মেয়ে যখন ঘর থেকে পালিয়ে যায়, তখন তার এটা বোধে আসুক—আমি আসলে কাকে ফেলে যাচ্ছি, কাদের রেখে যাচ্ছি! এমন ভাবনা নিয়েই নির্মাণ করেছি ওয়েব ফিকশনটি।’

লাইভ টেকনোলজির ব্যানারে নির্মিত ওয়েব ফিকশনটি ১৪ ফেব্রুয়ারি তাদের ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত