Ajker Patrika

মশার উপদ্রবে অতিষ্ঠ শাবিপ্রবি শিক্ষার্থীরা

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ০৯: ১১
মশার উপদ্রবে অতিষ্ঠ শাবিপ্রবি শিক্ষার্থীরা

করোনাকালে প্রায় দেড় বছর বন্ধ থাকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন জায়গায় জমেছে ময়লা। আবাসিক হলের চারদিকে নালা, ডোবাগুলো নোংরা পানিতে ভর্তি। সেগুলো নিয়মিত পরিষ্কার না করার কারণে জন্ম নিচ্ছে মশা। আর এ মশার উপদ্রবে অতিষ্ঠ শিক্ষার্থীরা। এতে করে বিঘ্ন হচ্ছে শিক্ষার পরিবেশ। মশাবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন তাঁরা।

বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘ক্যাম্পাস ও হলের আশপাশে থাকা ড্রেন, ঝোপঝাড়, জঙ্গলগুলো নিয়মিত পরিষ্কার না করায় মশার উপদ্রব বেড়েছে। ক্যাম্পাসে মশা নিধনেরও কোনো কার্যক্রম নেই। যার ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের।’

সরেজমিন দেখা গেছে, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কোয়ার্টার ও আবাসিক হল, অ্যাকাডেমিক ভবনগুলোর আশপাশে ঝোপঝাড় ও ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় ক্যাম্পাসে মশার উপদ্রব বেড়েছে। বিকেল নামার সঙ্গে সঙ্গে শুরু হয় মশার উৎপাত।

এর ফলে বিকেলের পর থেকে বঙ্গবন্ধু চত্বর, গোলচত্বর, লাইব্রেরি, শহীদ মিনার, আবাসিক হলসহ পুরো ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান করা কঠিন হয়ে পড়ছে। শুধু তাই নয়, বিকেলে ক্লাস ও আবাসিক হলে শিক্ষার্থীদের রাত্রিযাপন কঠিন হয়ে পড়েছে।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ফাউজুল হোসেন বলেন, ‘বিকেল হওয়ার পর থেকে এই হলে মশার উপদ্রব বেড়ে যায়। মশা থেকে বাঁচতে কয়েল, মশারির ব্যবহার করেও কাজ হচ্ছে না। ফলে স্বাস্থ্য ঝুঁকিতে আছি আমরা।’

শাবিপ্রবির ডেপুটি চিফ মেডিকেল অফিসার কৃষ্ণপদ আচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের আশপাশ নিয়মিত পরিষ্কার করা না হলে সেখানে মশার জন্ম হতে পারে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সিলেট সিটি করপোরেশন মিলে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। না হয় শিক্ষার্থীদের মশাবাহিত বিভিন্ন রোগ মাইক্রোসেফালি, ডেঙ্গু, চিকনগুনিয়া ও ম্যালেরিয়া হতে পারে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, ‘কিছুদিন আগে মশা নিধনের ওষুধ ছিটানো হয়েছে। নতুন করে ক্যাম্পাসে ওষুধ ছিটানোর জন্য নির্দেশনা দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত