সম্পাদকীয়
বাবুর বাজারে একটা দোকানে কাচ আর কাচ। সেই কাচে নানা ধরনের ছবি আঁকা। নানা কথা লেখা। সেই ছবি আর লেখা দেখতে থাকেন বালক শামসুর রাহমান। আহা! যিনি আঁকেন আর লেখেন, তাঁর হাতের কাজ কত সুন্দর!
এই যখন ভাবছেন, তখন একটা গাঢ় স্বর শুনতে পেলেন তিনি। দোকানের ভেতরে ডাকছেন তিনি। ভয় পেলেন শামসুর রাহমান। বকবেন না তো! কিন্তু বকাবকি করলেন না তিনি। বললেন, ‘তোমার নাম কী খোকা?’ এরপর রঙে তুলি ডোবালেন।
‘কোথায় থাকো?’
‘মাহুতটুলীতে।’
‘ইশকুলে পড়ো?’
এরপর কথা এগোতে থাকে।
শামসুর রাহমান তখন ক্লাস সেভেনের ছাত্র। লোকটাকে ভালো লেগে যায় শামসুর রাহমানের। কাচের ওপর ছবি আঁকতে আঁকতে তিনি কথা বলে চলেছিলেন। একটা নৌকা, ফুটকির মতো পাড়াগাঁ, তামার পয়সার মতো সূর্য, আরও কত কী!
এসব দেখতে দেখতে তন্ময় হয়ে যান শামসুর রাহমান। হঠাৎ শোনেন লোকটি বলছেন, ‘কী ভাবছ?’
ততক্ষণে লোকটার নাম জানা হয়ে গেছে। ‘নঈম মিয়া। শামসুর রাহমান বললেন, ‘আপনার আঁকা ছবি দেখছি। খুব ভালো লাগছে আমার। আপনি আমাকে ছবি আঁকা শেখাবেন?’
‘ছবি এঁকে কী করবে?’ ‘আপনার মতো ছবি আঁকব দোকানে বসে বসে। আমি এই কাচের ওপর একটা নৌকা বানাব?’
অনুমতি পেয়ে একটা নৌকা আঁকলেন শামসুর রাহমান। নঈম মিয়ার চেহারা একটু গম্ভীর মনে হলো।
পরদিন স্কুলে না গিয়ে নঈম মিয়ার দোকানেই চলে এলেন শামসুর। নঈম মিয়া জিজ্ঞেস করলেন, ‘ইশকুল নেই তোমার?’
‘আজ ইশকুলে যাব না।’
নঈম মিয়া বললেন, ‘কাল থেকে এসো না এখানে। তোমাকে লেখাপড়া শিখতে হবে। বাজে দোকানে বসে কাচের ওপর ছবি আঁকা তোমার কাজ নয়।’
কথাটা যে গভীর বেদনা থেকে বলেছেন, সেটা শামসুর রাহমান বুঝেছিলেন। এর পর থেকে আর ওখানে যাননি।
সূত্র: শামসুর রাহমান, স্মৃতির শহর, পৃষ্ঠা ৪৮–৫২
বাবুর বাজারে একটা দোকানে কাচ আর কাচ। সেই কাচে নানা ধরনের ছবি আঁকা। নানা কথা লেখা। সেই ছবি আর লেখা দেখতে থাকেন বালক শামসুর রাহমান। আহা! যিনি আঁকেন আর লেখেন, তাঁর হাতের কাজ কত সুন্দর!
এই যখন ভাবছেন, তখন একটা গাঢ় স্বর শুনতে পেলেন তিনি। দোকানের ভেতরে ডাকছেন তিনি। ভয় পেলেন শামসুর রাহমান। বকবেন না তো! কিন্তু বকাবকি করলেন না তিনি। বললেন, ‘তোমার নাম কী খোকা?’ এরপর রঙে তুলি ডোবালেন।
‘কোথায় থাকো?’
‘মাহুতটুলীতে।’
‘ইশকুলে পড়ো?’
এরপর কথা এগোতে থাকে।
শামসুর রাহমান তখন ক্লাস সেভেনের ছাত্র। লোকটাকে ভালো লেগে যায় শামসুর রাহমানের। কাচের ওপর ছবি আঁকতে আঁকতে তিনি কথা বলে চলেছিলেন। একটা নৌকা, ফুটকির মতো পাড়াগাঁ, তামার পয়সার মতো সূর্য, আরও কত কী!
এসব দেখতে দেখতে তন্ময় হয়ে যান শামসুর রাহমান। হঠাৎ শোনেন লোকটি বলছেন, ‘কী ভাবছ?’
ততক্ষণে লোকটার নাম জানা হয়ে গেছে। ‘নঈম মিয়া। শামসুর রাহমান বললেন, ‘আপনার আঁকা ছবি দেখছি। খুব ভালো লাগছে আমার। আপনি আমাকে ছবি আঁকা শেখাবেন?’
‘ছবি এঁকে কী করবে?’ ‘আপনার মতো ছবি আঁকব দোকানে বসে বসে। আমি এই কাচের ওপর একটা নৌকা বানাব?’
অনুমতি পেয়ে একটা নৌকা আঁকলেন শামসুর রাহমান। নঈম মিয়ার চেহারা একটু গম্ভীর মনে হলো।
পরদিন স্কুলে না গিয়ে নঈম মিয়ার দোকানেই চলে এলেন শামসুর। নঈম মিয়া জিজ্ঞেস করলেন, ‘ইশকুল নেই তোমার?’
‘আজ ইশকুলে যাব না।’
নঈম মিয়া বললেন, ‘কাল থেকে এসো না এখানে। তোমাকে লেখাপড়া শিখতে হবে। বাজে দোকানে বসে কাচের ওপর ছবি আঁকা তোমার কাজ নয়।’
কথাটা যে গভীর বেদনা থেকে বলেছেন, সেটা শামসুর রাহমান বুঝেছিলেন। এর পর থেকে আর ওখানে যাননি।
সূত্র: শামসুর রাহমান, স্মৃতির শহর, পৃষ্ঠা ৪৮–৫২
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫