Ajker Patrika

গুলিবিদ্ধ হয়ে র‍্যাব সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১২: ৫৬
গুলিবিদ্ধ হয়ে র‍্যাব সদস্যের মৃত্যু

মাথায় গুলিবিদ্ধ হয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্য শুভ মল্লের (২৬) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরের প্রধান ফটকে দায়িত্বরত অবস্থায় এ ঘটনা ঘটে। র‍্যাব বলছে, এটা দুর্ঘটনা অথবা আত্মহত্যা। এ ঘটনা পৃথকভাবে তদন্ত করবে র‍্যাব ও পুলিশ।

নিহত শুভ মল্ল চট্টগ্রামের জোরারগঞ্জ থানার জয়পুর পূর্ব জোয়ার গ্রামের কালু মল্লর ছেলে। ২০১৫ সালে তিনি পুলিশ কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দেন। গত মার্চে প্রেষণে র‍্যাবে যোগ দিয়েছিলেন তিনি।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এটা দুর্ঘটনা নাকি আত্মহত্যা, নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। ঘটনার তদন্ত করবে পুলিশ। তবে র‍্যাবও অভ্যন্তরীণ একটি তদন্ত কমিটি গঠন করেছে। সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) সাইফুল ইসলাম জানান, ঘটনায় র‍্যাব একটি তদন্ত কমিটি করেছে। থানায় মামলা হবে। পুলিশও তদন্ত করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত