ড. আশরাফ সিদ্দিকী
মোহাম্মদ আবদুল মজিদের খুব ইচ্ছে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ করবেন। হ্যাঁ, আমরা জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদের কথাই বলছি। অনার্স করেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএল কলেজ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে গিয়ে এমএ ক্লাসে ভর্তি হওয়ার ফরম চাইলে কর্তাব্যক্তিটি বললেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্সকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএতে মাইগ্রেশন করানোর কোনো নিয়ম নেই।’ আবদুল মজিদ ভাবলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কি তাহলে মফস্বলের বিশ্ববিদ্যালয় ভাবা হচ্ছে, আর ঢাকা বিশ্ববিদ্যালয় কুলীন?
বুঝিয়ে দিলেন কর্তাব্যক্তিটি, ‘এটা আশরাফ-আতরাফের ব্যাপার নয়। দুই বিশ্ববিদ্যালয়ের অনার্স আর এমএ সিলেবাসে কিছু পার্থক্য আছে, তাই এই নিয়ম।’
বিভাগীয় চেয়ারম্যান যদি রাজি থাকেন, তাহলেই কেবল ভর্তি হওয়া সম্ভব। ১৯৭৪ সালে ইংরেজি বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ছিলেন অধ্যাপক কবীর চৌধুরী। কিন্তু তাঁর কাছে পৌঁছানো যায় কী করে?
মনে পড়ল, বাংলা একাডেমির মহাপরিচালক ড. আশরাফ সিদ্দিকীর সঙ্গে তো খুব জানাশোনা আছে। খুলনা বইমেলা আর সাহিত্য সম্মেলনগুলোয় হয়েছিল ঘনিষ্ঠতা। আশরাফ সিদ্দিকীকে গিয়ে সমস্যার কথা বললেন মোহাম্মদ আবদুল মজিদ। তিনি বললেন, ‘কাল বাংলা একাডেমিতে এসো।’
পরদিন বাংলা একাডেমিতে গিয়ে দেখলেন কবীর চৌধুরী চা খাচ্ছেন আশরাফ সিদ্দিকীর সঙ্গে। তরুণ প্রতিশ্রুতিশীল সাহিত্যকর্মী বলে আবদুল মজিদকে কবির চৌধুরীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তারপর বাংলা একাডেমির সদস্য হওয়ার একটা ফরম পূরণ করতে বললেন। তাতে প্রস্তাবকের ঘরে সই করলেন আশরাফ সিদ্দিকী, সমর্থকের ঘরে কবীর চৌধুরী।
এবার কবীর চৌধুরীকে আশরাফ সিদ্দিকী বললেন, ‘বাংলা একাডেমির একজন সদস্য যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে না পারে, তাহলে আর কে পড়বে বলুন?’ এরপর কবীর চৌধুরীকে সমস্যাটা বুঝিয়ে বললেন। একগাল হেসে কবীর চৌধুরী বললেন, ‘আগামীকাল একটা আবেদনপত্র নিয়ে আমার কাছে এসো।’ আশরাফ সিদ্দিকীর বুদ্ধিমত্তার কারণে বিশেষ বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেলেন আবদুল মজিদ।
সূত্র: মোহাম্মদ আবদুল মজিদ, সৌরভে গৌরবে ঢাকা বিশ্ববিদ্যালয়, পৃষ্ঠা ৩২৮-৩২৯
মোহাম্মদ আবদুল মজিদের খুব ইচ্ছে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ করবেন। হ্যাঁ, আমরা জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদের কথাই বলছি। অনার্স করেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএল কলেজ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে গিয়ে এমএ ক্লাসে ভর্তি হওয়ার ফরম চাইলে কর্তাব্যক্তিটি বললেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্সকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএতে মাইগ্রেশন করানোর কোনো নিয়ম নেই।’ আবদুল মজিদ ভাবলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কি তাহলে মফস্বলের বিশ্ববিদ্যালয় ভাবা হচ্ছে, আর ঢাকা বিশ্ববিদ্যালয় কুলীন?
বুঝিয়ে দিলেন কর্তাব্যক্তিটি, ‘এটা আশরাফ-আতরাফের ব্যাপার নয়। দুই বিশ্ববিদ্যালয়ের অনার্স আর এমএ সিলেবাসে কিছু পার্থক্য আছে, তাই এই নিয়ম।’
বিভাগীয় চেয়ারম্যান যদি রাজি থাকেন, তাহলেই কেবল ভর্তি হওয়া সম্ভব। ১৯৭৪ সালে ইংরেজি বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ছিলেন অধ্যাপক কবীর চৌধুরী। কিন্তু তাঁর কাছে পৌঁছানো যায় কী করে?
মনে পড়ল, বাংলা একাডেমির মহাপরিচালক ড. আশরাফ সিদ্দিকীর সঙ্গে তো খুব জানাশোনা আছে। খুলনা বইমেলা আর সাহিত্য সম্মেলনগুলোয় হয়েছিল ঘনিষ্ঠতা। আশরাফ সিদ্দিকীকে গিয়ে সমস্যার কথা বললেন মোহাম্মদ আবদুল মজিদ। তিনি বললেন, ‘কাল বাংলা একাডেমিতে এসো।’
পরদিন বাংলা একাডেমিতে গিয়ে দেখলেন কবীর চৌধুরী চা খাচ্ছেন আশরাফ সিদ্দিকীর সঙ্গে। তরুণ প্রতিশ্রুতিশীল সাহিত্যকর্মী বলে আবদুল মজিদকে কবির চৌধুরীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তারপর বাংলা একাডেমির সদস্য হওয়ার একটা ফরম পূরণ করতে বললেন। তাতে প্রস্তাবকের ঘরে সই করলেন আশরাফ সিদ্দিকী, সমর্থকের ঘরে কবীর চৌধুরী।
এবার কবীর চৌধুরীকে আশরাফ সিদ্দিকী বললেন, ‘বাংলা একাডেমির একজন সদস্য যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে না পারে, তাহলে আর কে পড়বে বলুন?’ এরপর কবীর চৌধুরীকে সমস্যাটা বুঝিয়ে বললেন। একগাল হেসে কবীর চৌধুরী বললেন, ‘আগামীকাল একটা আবেদনপত্র নিয়ে আমার কাছে এসো।’ আশরাফ সিদ্দিকীর বুদ্ধিমত্তার কারণে বিশেষ বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেলেন আবদুল মজিদ।
সূত্র: মোহাম্মদ আবদুল মজিদ, সৌরভে গৌরবে ঢাকা বিশ্ববিদ্যালয়, পৃষ্ঠা ৩২৮-৩২৯
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫