Ajker Patrika

খুলেছে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৬: ৫১
খুলেছে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

করোনা মহামারিতে বন্ধ হয়ে যাওয়ার ১৯ মাস পর গতকাল সোমবার খুলেছে কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়। গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফুল দিয়ে স্বাগত জানায় শিক্ষার্থীদের। প্রথম দিনেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নেচে-গেছে, ভুভুজেলা বাজিয়ে, কেক কেটে আনন্দ-উৎসবে মেতে ওঠেন তাঁরা। শিক্ষার্থীদের নিরাপত্তায় স্বাস্থ্যবিধি মানাসহ নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গতকাল সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়। পরে তাঁদের রজনিগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার আ. ন ম নওশাদ খান ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর অনিল চন্দ্র সাহা। পরে আইন অনুষদের উদ্যোগে কেক কাটা হয়। প্রথম দিন বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস হয়নি। বিভিন্ন অনুষদে বিভাগীয় প্রধানদের উপস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতন করা হয়।

করোনার কারণে ২০২০ সালের ১৮ মার্চ থেকে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করা হয়। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী অনলাইনে চালু ছিল শিক্ষা কার্যক্রম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত