ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. নিলুফা আক্তারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন হলটির আবাসিক শিক্ষার্থীরা। গত রোববার রাত ১০টার দিকে হলের প্রধান ফটকে এ বিক্ষোভ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘প্রভোস্টের পদত্যাগ চাই, স্বৈরাচারী আচরণ চলবে না, প্রভোস্টের টালবাহানা চলবে না চলবে না’ স্লোগান দেন।
শিক্ষার্থীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রাজিয়া সুলতানা অ্যাপেন্ডিসাইটিসজনিত সমস্যায় হঠাৎ অজ্ঞান হয়ে যান। তাৎক্ষণিক সহপাঠীরা প্রভোস্ট অধ্যাপক ড. নিলুফা আক্তার বানুকে ফোন দেন। অ্যাম্বুলেন্স আসতে দেরি করায় আরও কয়েকজন শিক্ষার্থী তাঁকে ফোন দেন। এতে বিরক্তি হয়ে তিনি বলেন, ‘বারবার ফোন দেওয়ার কি আছে? একই ইস্যুতে তোমরা কতবার ফোন দেবে?’
এরপর ছাত্রীরা হাউস টিউটর শিমুল রায়কে ফোন দেওয়ার পর তিনি অ্যাম্বুলেন্স পাঠান। অ্যাম্বুলেন্স আসতে দেরি করায় এবং প্রভোস্টের অসহযোগিতায় শিক্ষার্থীরা ক্ষেপে যান। এরই প্রতিবাদে ওই হলের প্রায় শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ শুরু করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে সমস্যা সমাধানের চেষ্টা করেন। পরে মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। শিক্ষার্থীরা তাঁদের সমস্যার কথা তুলে ধরেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সমস্যা সমাধানের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, অসদাচরণ এবং দায়িত্বের অবহেলা তাঁর (প্রভোস্ট) বেড়েই চলছে। তিনি শিক্ষার্থীদের সঙ্গে যেমন আচরণ করেন, এমন আচরণ কোনো অশিক্ষিত মানুষও করতে পারে বলে মনে হয় না। তা ছাড়া তিনি হলে আসার পর একটাও সাধারণ মিটিং হয়নি।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের একাধিক শিক্ষার্থী জানান, প্রভোস্ট কল দিলে বিরক্ত হয়ে বলেন, ‘আমি তোমার চাকর?’ এক মিনিট হলে ঢুকতে দেরি হলে বলেন, ‘আজ একটু বাইরে থেকে দেখ, কেমন মজা।’ এ ছাড়া বিদ্যুৎ সমস্যায় কল দিলে বলেন, ‘ভুলভাল তথ্য কেন দাও? এমন করবা না।’
অভিযোগ অস্বীকার করেছেন প্রভোস্ট অধ্যাপক ড. নিলুফা আক্তার। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ফোন পেয়ে তাৎক্ষণিক হাউস টিউটরকে দিয়ে অ্যাম্বুলেন্স পাঠিয়েছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘আমরা হলে এসে অনেক বিষয় সম্পর্কে জানলাম। যেসব বিষয় আমরা কখনো শুনিনি। পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করা হবে। প্রতিটি হলেই এসব ক্ষেত্রে নজরদারি করা হবে।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. নিলুফা আক্তারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন হলটির আবাসিক শিক্ষার্থীরা। গত রোববার রাত ১০টার দিকে হলের প্রধান ফটকে এ বিক্ষোভ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘প্রভোস্টের পদত্যাগ চাই, স্বৈরাচারী আচরণ চলবে না, প্রভোস্টের টালবাহানা চলবে না চলবে না’ স্লোগান দেন।
শিক্ষার্থীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রাজিয়া সুলতানা অ্যাপেন্ডিসাইটিসজনিত সমস্যায় হঠাৎ অজ্ঞান হয়ে যান। তাৎক্ষণিক সহপাঠীরা প্রভোস্ট অধ্যাপক ড. নিলুফা আক্তার বানুকে ফোন দেন। অ্যাম্বুলেন্স আসতে দেরি করায় আরও কয়েকজন শিক্ষার্থী তাঁকে ফোন দেন। এতে বিরক্তি হয়ে তিনি বলেন, ‘বারবার ফোন দেওয়ার কি আছে? একই ইস্যুতে তোমরা কতবার ফোন দেবে?’
এরপর ছাত্রীরা হাউস টিউটর শিমুল রায়কে ফোন দেওয়ার পর তিনি অ্যাম্বুলেন্স পাঠান। অ্যাম্বুলেন্স আসতে দেরি করায় এবং প্রভোস্টের অসহযোগিতায় শিক্ষার্থীরা ক্ষেপে যান। এরই প্রতিবাদে ওই হলের প্রায় শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ শুরু করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে সমস্যা সমাধানের চেষ্টা করেন। পরে মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। শিক্ষার্থীরা তাঁদের সমস্যার কথা তুলে ধরেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সমস্যা সমাধানের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, অসদাচরণ এবং দায়িত্বের অবহেলা তাঁর (প্রভোস্ট) বেড়েই চলছে। তিনি শিক্ষার্থীদের সঙ্গে যেমন আচরণ করেন, এমন আচরণ কোনো অশিক্ষিত মানুষও করতে পারে বলে মনে হয় না। তা ছাড়া তিনি হলে আসার পর একটাও সাধারণ মিটিং হয়নি।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের একাধিক শিক্ষার্থী জানান, প্রভোস্ট কল দিলে বিরক্ত হয়ে বলেন, ‘আমি তোমার চাকর?’ এক মিনিট হলে ঢুকতে দেরি হলে বলেন, ‘আজ একটু বাইরে থেকে দেখ, কেমন মজা।’ এ ছাড়া বিদ্যুৎ সমস্যায় কল দিলে বলেন, ‘ভুলভাল তথ্য কেন দাও? এমন করবা না।’
অভিযোগ অস্বীকার করেছেন প্রভোস্ট অধ্যাপক ড. নিলুফা আক্তার। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ফোন পেয়ে তাৎক্ষণিক হাউস টিউটরকে দিয়ে অ্যাম্বুলেন্স পাঠিয়েছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘আমরা হলে এসে অনেক বিষয় সম্পর্কে জানলাম। যেসব বিষয় আমরা কখনো শুনিনি। পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করা হবে। প্রতিটি হলেই এসব ক্ষেত্রে নজরদারি করা হবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫