Ajker Patrika

‘উন্নয়ন চোখে পড়ে না তাঁদের চোখে ছানি’

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১১: ০৩
‘উন্নয়ন চোখে পড়ে না তাঁদের চোখে ছানি’

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খান বলেন, শেখ হাসিনার উন্নয়ন যাঁদের চোখে পড়ে না, তাঁদের চোখে ছানি পড়েছে। তাঁরা ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছেন। ক্ষমতায় যাওয়ার জন্য তাঁরা এখন তত্ত্বাবধায়ক সরকার চান।

গতকাল শুক্রবার দুপুরে মাদারীপুরের রাজৈরে উপজেলায় দুর্গাপূজা উদ্‌যাপন পরিষদের সদস্য, আইনশৃঙ্খলা বাহিনী ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শাজাহান খান বলেন, একসময় খালেদা জিয়া বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার বুঝি না, মানি না। পরে বাধ্য হয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার করতে। মাত্র ১২ দিনের পার্লামেন্টে আইন করে তত্ত্বাবধায়ক সরকার আইন পাস করেছেন। আর তত্ত্বাবধায়ক সরকারে ওপর ভর করেই সেদিন বিএনপি ক্ষমতায় এসেছিল। তখন আমরা দেখলাম তত্ত্বাবধায়ক সরকার সঠিক নয়।

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে শাজাহান খান আরও বলেন, আগামীতে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে আসুন, আপনারা জিতলে শেখ হাসিনা আপনাদের হাতে ক্ষমতা ছেড়ে দেবেন। কিন্তু যদি কোনো ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, মানুষ হত্যা করে, নাশকতা সৃষ্টি করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন করতে চান, আওয়ামী লীগ তা কখনো সহ্য করবে না।

মতবিনিময় সভায় রাজৈর ইউএনও মো. আনিসুজ্জামান সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুলসহ উপজেলা আওয়ামী লীগের নেতা ও জনপ্রতিনিধিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত