Ajker Patrika

আদালতে যাচ্ছেন সোনারগাঁয়ে পরাজিত দুই প্রার্থী

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১০: ৫৩
আদালতে যাচ্ছেন সোনারগাঁয়ে পরাজিত দুই প্রার্থী

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ ও পুনর্গণনার দাবিতে মানববন্ধন করেছেন দুই সদস্য প্রার্থীর সমর্থকেরা। গতকাল বুধবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে নির্বাচন কর্মকর্তা বরাবর ভোট পুনর্গণনার আবেদন করেন তাঁরা।

উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পরাজিত দুই সদস্য প্রার্থী হামিদুল ও অহিদুল ইসলামের সমর্থকদের আয়োজনে মানববন্ধনে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া সদস্য পরাজিত প্রার্থী হামিদুল ইসলাম বলেন, ‘নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। ভোট পুনর্গণনা করা হলে আমি বিপুল ভোটে নির্বাচিত হব। আমার অধিকার আদায়ের জন্য আজই আদালতে মামলা করব।’

অপর পরাজিত সদস্য প্রার্থী অহিদুল ইসলাম বলেন, ‘আমি নির্বাচনে আমার মোরগ প্রতীকের ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফুটবল প্রতীকের ভোটের ব্যালটের সঙ্গে যোগ করে তাঁর ভোট বেশি করা হয়েছে। আমার ভোট নিয়ে ফুটবল প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।’ ভোট গণনা হলে তিনি জয়ী হবেন বলে দাবি করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার ইউসুফ-উর-রহমান বলেন, ‘পুনর্গণনার জন্য একটি লিখিত আবেদন পেয়েছি। কিন্তু ভোট পুনর্গণনা সম্ভব না বলে তাঁকে জানিয়ে দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত