Ajker Patrika

দেবিদ্বারে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

দেবিদ্বার প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১১: ৫৪
দেবিদ্বারে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

দেবিদ্বার উপজেলার তিনটি গ্রামে কুকুরের কামড়ে পাঁচ শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দারা পিটিয়ে কুকুরটিকে মেরে ফেলেন।

আহতরা হলেন উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ইমরান (৭), রেহানা বেগম (৩৮), ফজিলাতুন্নেছা (৩০), সিমা আক্তার (২৮), খাদিজা বেগম (৪০), মোহনপুর ইউনিয়নের তানভীর (১০), ছোটনা গ্রামের সালমা (২০), কুরুইন গ্রামের ফাহিম হাসান (৯) রিশাদ (১২) জাকিয়া (৬) নারগিস (৫০)।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল সোমবার সকালে একটি বেওয়ারিশ কুকুর মোহাম্মদপুর গ্রামে আসে। এরপর সামনে যাঁকে পেয়েছে তাঁকেই এলোপাতাড়ি কামড়াতে থাকে। এর আগের দিন কুরুইন গ্রামেও কুকুরটি একাধিক বাড়িতে ঢুকে কামড়িয়েছে বলে জানা গেছে। এরপর পাশের ছোটনা গ্রামের দিকে তেড়ে যায় কুকুরটি। সেখানে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে কামড় দেয়। এ ঘটনায় আহত পাঁচজনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আরও সাতজনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত শিশু ইমরানের বাবা মো. মনিরুল ইসলাম বলেন, ‘আমার ছেলের মুখে কামড় দিয়ে গোশত তুলে ফেলেছে। পাগলা কুকুরটি সামনে যাঁকে পেয়েছে তাঁকেই কামড়িয়েছে। এরপর বাসিন্দারা ভয়ে-আতঙ্কে ঘরের দরজা বন্ধ করে রাখেন।’

আহত সিমা আক্তার বলেন, ‘কুকুরটি হঠাৎ সামনে এসে লাফ দিয়ে আমার নাকে কামড় দেয়।’ এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলেও জানান তিনি।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহবুবা আলম বলেন, কুকুরটি আহতদের নাকে, মুখে ও গালে কামড়িয়েছে। হাসপাতালে কুকুরে কামড়ানোর টিকা নেই। তাই আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, ‘পাগলা কুকুরটি অনেক মানুষকে কামড়িয়েছে। আহতদের দেবিদ্বার ও চান্দিনায় প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় নেওয়া হয়েছে। কুকুরটিকে স্থানীয় বাসিন্দারা পিটিয়ে মেরে ফেলেছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আহাম্মদ কবীর বলেন, ‘গুরুতর আহত একজনের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে পাঁচজনকে দেবিদ্বার ও সাতজনকে চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত