Ajker Patrika

লকার থেকে সোনা উধাওয়ের অভিযোগ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৩: ২৪
লকার থেকে সোনা উধাওয়ের অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুরে ইসলামী ব্যাংকের শাখার লকার থেকে এক গ্রাহকের ৬ ভরি স্বর্ণালংকার উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

লকার ভাড়া নেওয়া উপজেলার বামনী গ্রামের আহম্মদ উল্যা মিঝি বাড়ির নজির আহম্মেদের স্ত্রী নাজমুন নাহার জানান, গত জানুয়ারি মাসে তিনি ব্যাংকের ১৮ নম্বর লকারটি ভাড়া নেন। তিনি সেখানে ২৮ ভরি স্বর্ণালংকার রাখেন। লকারের একটি চাবি তাঁকে দেওয়া হয়।

গত রোববার দুপুরে তিনি ব্যাংকে গিয়ে তাঁর লকারটি খুলে দেখতে পান সেখানে কোনো স্বর্ণালংকার নেই। বিষয়টি শাখা ব্যবস্থাপককে জানালে তিনি এসে ২০ নম্বর লকারটি খুলে দেন। সেখানে ২২ ভরির মতো স্বর্ণালংকার পাওয়া যায়। ১৮ নম্বর লকারের সোনা ২০ নম্বরে যাওয়া এবং সেখানে ৬ ভরি স্বর্ণালংকার কম থাকার বিষয়টি রায়পুর থানায় তিনি লিখিতভাবে জানান।

ব্যাংকের প্রিন্সিপাল অফিসার এরশাদুর রহমান বলেন, ‘লকার থেকে স্বর্ণালংকার উধাও হওয়ার বিষয়টি সম্পর্কে আমরা নিশ্চিত নই। ব্যাংক বছরে ২ হাজার টাকায় লকার ভাড়া দেয়। গ্রাহক লকারে কী রাখেন বা কতটুকু রাখেন, তা আমাদের দেখা বা জানার উপায় নেই। ২০ নম্বর লকারটি খোলার জন্য গ্রাহককে ১৮ নম্বর চাবিটি দেওয়া হয়। তিনি ভুলে নষ্ট থাকা ১৮ নম্বর লকারটি নিজের বলে খোলেন।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, ‘নাজমুন নাহারের লিখিত অভিযোগ পেয়ে আমরা ব্যাংকে গিয়ে তথ্য নিয়েছি। তিনি চাইলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত