Ajker Patrika

১১ লাখ মিটার জালসহ জব্দ ৪ নৌকা, আটক ১০

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১২: ৫৯
১১ লাখ মিটার জালসহ জব্দ ৪ নৌকা, আটক ১০

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ১১ লাখ মিটার কারেন্ট জালসহ ৪টি নৌকা জব্দ করেছে নৌ পুলিশ। গতকাল শুক্রবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মা ইলিশ রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ১০ জন জেলেকে আটক করা হয়েছে। এ ছাড়া ১০ কেজি ইলিশ মাছও জব্দ করা হয়। চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইলিশের উৎপাদন বাড়াতে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় চাঁদপুরের পদ্মা মেঘনার নৌ-সীমানায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরে জব্দ ইলিশ এতিমখানায় বিতরণ করা হয় আর জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা নৌ সীমানায় নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে সে জন্য নৌ পুলিশের বিভিন্ন ইউনিয়ন সার্বক্ষণিক টহল দিয়ে যাচ্ছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত