Ajker Patrika

স্বস্তিতে টিকা নিয়েছে মানুষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৫৯
স্বস্তিতে টিকা নিয়েছে মানুষ

করোনার গণটিকা কার্যক্রমে গতকাল মঙ্গলবার দেশজুড়ে টিকা দেওয়া হয়েছে। রাজধানী ঢাকাতে কিছু জটিলতা তৈরি হলেও সারা দেশে মানুষ টিকা নিয়েছেন স্বস্তির সঙ্গে।

সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কার্যক্রমে পৌনে এক কোটির বেশি মানুষকে টিকা দেওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত কত মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢাকার দুই সিটি করপোরেশন মিলে গতকাল ৫৪ হাজার টিকা দেওয়া হয়েছে। আজ বুধবার আরও সমান সংখ্যক টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায় টিকাপ্রত্যাশীদের দীর্ঘ লাইন। কেউবা ভোর ৫টা কেউবা তারও আগে এসে গেটের বাইরে অপেক্ষা করেন। এক দিনে টিকা দেওয়ায় ভোগান্তি হবে এই আশঙ্কায় আগেভাবেই চলে এসেছেন অনেকে। তবে অধিকাংশরই জানা ছিল না সকালে নয় দুপুরে শুরু হবে টিকাদান।

রাজধানীর খিলগাঁওয়ের নগর স্বাস্থ্যকেন্দ্র-২ কেন্দ্রে টিকা নিতে আসেন মনিরা মনি। প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে টিকা নিতে পেরেছেন তিনি।

মনিরা জানান, টিকার জন্য লাইনে দাঁড়িয়ে তাকে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের স্বেচ্ছাসেবকদের কাছ থেকে টিকার নিবন্ধন ফরমে নিতে হয়েছে সিল। এই সিল না থাকলে টিকা দেওয়া হচ্ছে না কাউকে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সারা দেশে প্রায় ৪ হাজার ৬০০ ইউনিয়নে এবং ১ হাজার ৫৪টি পৌরসভার ৪৪৩টি ওয়ার্ডে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দেওয়া হচ্ছে। যেখানে ৬ হাজার টিকা কেন্দ্রের ১৬ হাজার ১৮৩টি বুথ থাকছে। এর মধ্যে প্রতিটি ইউনিয়ন ও সিটি করপোরেশনে তিনটি এবং পৌরসভায় একটি করে বুথ।

এই কার্যক্রমে ৩২ হাজার ৭০৬ জন টিকাদানকর্মী ছাড়াও ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবক হিসেবে থাকবেন। সব মিলিয়ে প্রায় ৮০ হাজার লোক টিকাদান কার্যক্রমে অংশ নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত