নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনার গণটিকা কার্যক্রমে গতকাল মঙ্গলবার দেশজুড়ে টিকা দেওয়া হয়েছে। রাজধানী ঢাকাতে কিছু জটিলতা তৈরি হলেও সারা দেশে মানুষ টিকা নিয়েছেন স্বস্তির সঙ্গে।
সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কার্যক্রমে পৌনে এক কোটির বেশি মানুষকে টিকা দেওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত কত মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকার দুই সিটি করপোরেশন মিলে গতকাল ৫৪ হাজার টিকা দেওয়া হয়েছে। আজ বুধবার আরও সমান সংখ্যক টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায় টিকাপ্রত্যাশীদের দীর্ঘ লাইন। কেউবা ভোর ৫টা কেউবা তারও আগে এসে গেটের বাইরে অপেক্ষা করেন। এক দিনে টিকা দেওয়ায় ভোগান্তি হবে এই আশঙ্কায় আগেভাবেই চলে এসেছেন অনেকে। তবে অধিকাংশরই জানা ছিল না সকালে নয় দুপুরে শুরু হবে টিকাদান।
রাজধানীর খিলগাঁওয়ের নগর স্বাস্থ্যকেন্দ্র-২ কেন্দ্রে টিকা নিতে আসেন মনিরা মনি। প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে টিকা নিতে পেরেছেন তিনি।
মনিরা জানান, টিকার জন্য লাইনে দাঁড়িয়ে তাকে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের স্বেচ্ছাসেবকদের কাছ থেকে টিকার নিবন্ধন ফরমে নিতে হয়েছে সিল। এই সিল না থাকলে টিকা দেওয়া হচ্ছে না কাউকে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সারা দেশে প্রায় ৪ হাজার ৬০০ ইউনিয়নে এবং ১ হাজার ৫৪টি পৌরসভার ৪৪৩টি ওয়ার্ডে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দেওয়া হচ্ছে। যেখানে ৬ হাজার টিকা কেন্দ্রের ১৬ হাজার ১৮৩টি বুথ থাকছে। এর মধ্যে প্রতিটি ইউনিয়ন ও সিটি করপোরেশনে তিনটি এবং পৌরসভায় একটি করে বুথ।
এই কার্যক্রমে ৩২ হাজার ৭০৬ জন টিকাদানকর্মী ছাড়াও ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবক হিসেবে থাকবেন। সব মিলিয়ে প্রায় ৮০ হাজার লোক টিকাদান কার্যক্রমে অংশ নিয়েছেন।
করোনার গণটিকা কার্যক্রমে গতকাল মঙ্গলবার দেশজুড়ে টিকা দেওয়া হয়েছে। রাজধানী ঢাকাতে কিছু জটিলতা তৈরি হলেও সারা দেশে মানুষ টিকা নিয়েছেন স্বস্তির সঙ্গে।
সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কার্যক্রমে পৌনে এক কোটির বেশি মানুষকে টিকা দেওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত কত মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকার দুই সিটি করপোরেশন মিলে গতকাল ৫৪ হাজার টিকা দেওয়া হয়েছে। আজ বুধবার আরও সমান সংখ্যক টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায় টিকাপ্রত্যাশীদের দীর্ঘ লাইন। কেউবা ভোর ৫টা কেউবা তারও আগে এসে গেটের বাইরে অপেক্ষা করেন। এক দিনে টিকা দেওয়ায় ভোগান্তি হবে এই আশঙ্কায় আগেভাবেই চলে এসেছেন অনেকে। তবে অধিকাংশরই জানা ছিল না সকালে নয় দুপুরে শুরু হবে টিকাদান।
রাজধানীর খিলগাঁওয়ের নগর স্বাস্থ্যকেন্দ্র-২ কেন্দ্রে টিকা নিতে আসেন মনিরা মনি। প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে টিকা নিতে পেরেছেন তিনি।
মনিরা জানান, টিকার জন্য লাইনে দাঁড়িয়ে তাকে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের স্বেচ্ছাসেবকদের কাছ থেকে টিকার নিবন্ধন ফরমে নিতে হয়েছে সিল। এই সিল না থাকলে টিকা দেওয়া হচ্ছে না কাউকে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সারা দেশে প্রায় ৪ হাজার ৬০০ ইউনিয়নে এবং ১ হাজার ৫৪টি পৌরসভার ৪৪৩টি ওয়ার্ডে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দেওয়া হচ্ছে। যেখানে ৬ হাজার টিকা কেন্দ্রের ১৬ হাজার ১৮৩টি বুথ থাকছে। এর মধ্যে প্রতিটি ইউনিয়ন ও সিটি করপোরেশনে তিনটি এবং পৌরসভায় একটি করে বুথ।
এই কার্যক্রমে ৩২ হাজার ৭০৬ জন টিকাদানকর্মী ছাড়াও ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবক হিসেবে থাকবেন। সব মিলিয়ে প্রায় ৮০ হাজার লোক টিকাদান কার্যক্রমে অংশ নিয়েছেন।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫