Ajker Patrika

২ শিক্ষার্থীকে মারধর অভিভাবক লাঞ্ছিত

পীরগাছা প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৬: ০৮
২ শিক্ষার্থীকে মারধর অভিভাবক লাঞ্ছিত

পীরগাছা জেএন মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর ও এক অভিভাবককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। শরীর চর্চা শিক্ষক আসাদুজ্জামান রাজার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার এক শিক্ষার্থীকে আহত করা হয়। তাকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় উপজেলা আওয়ামী লীগের এক নেতা আহত হন। পরে পুলিশ ও শিক্ষকেরা অভিভাবকদের সঙ্গে কয়েক দফা বৈঠক করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্কুল সূত্র জানায়, শিক্ষক আসাদুজ্জামান ১৩ জানুয়ারি দুপুরে বিদ্যালয়ে ভর্তি হতে আসা দিলশাদ আরাফাত নামে এক শিক্ষার্থীকে মারধর ও তার মামা রাসেল সরকারকে লাঞ্ছিত করেন। অন্য শিক্ষার্থী ও অভিভাবকেরা এর প্রতিবাদ করলে আসাদুজ্জামান উল্টো তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

আসাদুজ্জামান গতকাল দুপুরে শিক্ষার্থী আব্দুল্লাহ আল জিমকে মারধর করেন। এ নিয়ে সৃষ্ট উত্তেজনায় উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ মো. শাহেদ ফারুক আহত হন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের বলেন, ‘ওই শিক্ষক আমার সঙ্গেও খারাপ আচরণ করেছে। আমরা সব শিক্ষক মিলে সভাপতির সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক আসাদুজ্জামানের সঙ্গে ফোনে কয়েকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

বিদ্যালয়ের সভাপতি পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফীন বলেন, ‘আগের বিষয়ে কেউ অভিযোগ করেনি। বুধবারের ঘটনা আমি অবগত হয়েছি। অভিযোগ পেলে প্রধান শিক্ষকের সঙ্গে বসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত