Ajker Patrika

শৈলকুপায় ১২২ মণ্ডপে পূজা

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৩১
শৈলকুপায় ১২২ মণ্ডপে পূজা

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ও সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আগামী মাসের ১১ তারিখে।

দুর্গাপূজা ঘিরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ চলছে জোরেশোরে। এবার উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের মোট ১২২টি মণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপন হবে বলে উপজেলা পূজা উদ্‌যাপন কমিটি সূত্রে জানা গেছে।

উপজেলায় দুর্গাপূজাকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে সাজ সাজ রব পড়েছে। প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। মনের মাধুরী মিশিয়ে প্রতিমা তৈরির কাজ করছেন তাঁরা।

পূজা উদ্‌যাপন কমিটির সদস্যরা যার যার কাজ নিয়ে ব্যস্ত। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রতিমা তৈরির কাজ। মাটির কাজ শেষে এখন রঙের কাজ বাকি রয়েছে।

শৈলকুপা উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি সনদ কুমার সারা জানান, উপজেলায় ১২২টি মণ্ডপে পূজা উদ্‌যাপন হবে। ইতিমধ্যে বেশির ভাগ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন রঙের কাজ বাকি আছে। ২ / ১ দিনের মধ্যে রঙের কাজ শুরু হবে। এখন মণ্ডপে মণ্ডপে ধোয়া মোছার কাজ চলছে। সরকারি নির্দেশনা মেনে পূজা উদ্‌যাপন করা হবে।

শৈলকুপা উপজেলার কবিরপুর পূজা মণ্ডপ উদ্‌যাপন কমিটির সভাপতি ফটুক সাহা বলেন, প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। বাকি কাজ ২ / ১ দিনের মধ্যেই শেষ হবে। তবে এবারে করোনার প্রভাব থাকায় স্বাস্থ্যবিধি মেনে আমরা পূজা উদ্‌যাপন করব।’

নিরাপত্তার বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা পূজা মণ্ডপে ইতিমধ্যে নিরাপত্তার ব্যবস্থা করেছি। প্রতিটি মণ্ডপে মণ্ডপে নজর রাখছি। আশা করি সুন্দর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে এবারের পূজা উদ্‌যাপন হবে।’

আগামী মাসের ১১ তারিখে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। ১৫ তারিখে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত