Ajker Patrika

নওগাঁয় ৩ ব্যবসায়ী পেলেন স্বর্ণপদক

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৩: ০২
নওগাঁয় ৩ ব্যবসায়ী পেলেন স্বর্ণপদক

নওগাঁয় তিনজন বিশিষ্ট ব্যবসায়ীকে স্বর্ণপদক এবং পৌরসভার মেয়র ও বিভিন্ন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের কনভেনশন সেন্টারে নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও এফবিসিসিআইর পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে বক্তব্য দেন সাংসদ ছলিম উদ্দিন তরফদার ও আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম।

পরে জেলার সফল তিনজন ব্যবসায়ী, পৌরসভার মেয়র ও বিভিন্ন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়।

স্বর্ণপদকপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ভিয়েলা টেক্সট গ্রুপের চেয়ারম্যান রেজাউল হাসনাত ডেভিড এবং বেলকন গ্রুপের চেয়ারম্যান বেলাল হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে মেয়র ও চেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি, ধামইরহাট পৌর মেয়র আমিনুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাপাহারের চেয়ারম্যান শাহজাহান আলী, ধামইরহাটের চেয়ারম্যান আজহার আলী, নিয়ামতপুরের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, পত্নীতলার চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, সদরের বলিহার ইউপি চেয়ারম্যান মাশরেফুর রহমান মাহিন, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, সাপাহার সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, পোরশার নীতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক, গাঙ্গুরিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, বদলগাছির মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ, পত্নীতলার পাটিচরা ইউপি চেয়ারম্যান সবেদুল ইসলাম রনি এবং সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদা সুলতানা তৃপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত