Ajker Patrika

দাঁড়ালেন পরিবারের পাশে

সম্পাদকীয়
দাঁড়ালেন পরিবারের পাশে

সরদার ফজলুল করিমের জীবনের একটি অস্পষ্ট অংশ হলো, কী করে তিনি দ্বিতীয়বারের জেল থেকে বেরিয়ে এলেন, সেটা। অনেকেই জানেন, এ সময় তিনি সরাসরি রাজনীতি থেকে নিজেকে বিচ্ছিন্ন করেছিলেন। দ্বিতীয়বার তিনি গ্রেপ্তার হয়েছিলেন আটান্ন সালের শেষের দিকে। বের হয়েছিলেন বাষট্টির ডিসেম্বর মাসে; অর্থাৎ আইয়ুব খানের সামরিক শাসন আসার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

প্রথমবার যখন জেলে গিয়েছিলেন, তখন কষ্ট ভোগ করতে হয়েছিল খুব। দ্বিতীয়বারে তাঁর পরিচিতি ছিল, তাই কষ্ট হয়েছে কিছুটা কম।কিন্তু তত দিনে পারিবারিকভাবে এসেছে পরিবর্তন। জেলে যাওয়ার আগে সাতান্ন সালে তাঁর বিয়ে হয়েছে, ছয় মাস বয়সী সন্তানকে তিনি রেখে এসেছেন ঘরে।

সরদারের স্ত্রী একজন শিক্ষক। তাঁর কান্নাকাটি স্পর্শ করত সরদার ফজলুল করিমকে। তাই বাষট্টি সালের ডিসেম্বরে পারিবারিক ব্যবস্থাপনায় জেল থেকে বেরিয়ে আসেন তিনি। তখনকার আমলে আন্ডারটেকিংকে বলা হতো বন্ড। বন্ড শব্দটা খারাপ শব্দ। মনে করা হতো, যে বন্ড দেয়, সে সরকারের দালাল। সরদার কিন্তু ঘটনাটাকে অন্যভাবে ভাবছিলেন। তাঁর মনে হয়েছিল, এখন তাঁর দাঁড়ানো উচিত পরিবারের পাশে। এই বোধ থেকেই তিনি বন্ড দিতে রাজি হন। এর অর্থ হলো, তিনি আর সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেন না।তেষট্টি সালের ডিসেম্বর মাসে যোগ দিলেন বাংলা একাডেমিতে।

এ নিয়ে অনেকেই সমালোচনা করেছেন, সেটা জানতেন সরদার ফজলুল করিম। বুঝতেন, তাঁর এই পরিবর্তিত অবস্থানে অনেকেই খুশি হতে পারেননি। কিন্তু তখন সরদারের মনে হয়েছে, পারিবারিক জীবনযাপন করে যাওয়াই সমীচীন। তবে রাজনৈতিক পর্যবেক্ষক হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। এই পর্যবেক্ষণ কি আর কারও কাজে লেগেছিল? সেটা সরদার জানেন না, কিন্তু তিনি জানতেন, এই পর্যবেক্ষণ তাঁর নিজের জীবনে অনেক কাজে লেগেছিল। কোনো বন্ধু যদি এসে বলতেন, ‘তুমি এটা কী করলে? সারা জীবন এত কিছু করে এসে হাল ছেড়ে দিলে?’

এর উত্তরে সরদারের ভাষ্য, ‘মানুষের জীবনে কোনো কিছু অপরিবর্তনীয় থাকে না।’ 

সূত্র: সরদার ফজলুল করিম, আমি সরদার বলছি, পৃষ্ঠা ২৮৬-২৮৮

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত