Ajker Patrika

‘বিভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করতে হবে’

শেরপুর প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৬: ০৮
‘বিভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করতে হবে’

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে শেরপুরের ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা আওয়ামী লীগের নেতারা।

গত বুধবার শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক। তিনি জাতীয় সংসদের হুইপেরও দায়িত্বে আছেন। মতবিনিময় সভায় সাংসদ আতিউর রহমান আতিক বলেন-সবাইকে বিভেদ ভুলে ইউপি নির্বাচেন চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।

সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল। সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম নুরুল আমিন ছানা। সভার সঞ্চালনা করেন-সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মজদুল হক মিনু, সহসভাপতি খন্দকার নজরুল ইসলাম ও ফখরুল মজিদ খোকন, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু ও আনোয়ারুল হাসান উৎপল, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আসাদুজ্জামান রওশন, দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. দুলাল উদ্দিন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. এম এ বারেক তোতা, উপপ্রচার সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসানসহ দলের নেতা-কর্মীরা। এসময় ১৪ ইউনিয়নে নৌকা মনোনয়ন পাওয়া চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত