Ajker Patrika

আবারও দেখা যাবে চার বন্ধুর গল্প

আবারও দেখা যাবে চার বন্ধুর গল্প

বানি, নয়না, আদি, অভি—চার বন্ধু বেরিয়ে পড়েছিল পাহাড়ে ঘুরতে। পাহাড়ে নানা অভিজ্ঞতার মুখে পড়ে তাদের সম্পর্ক আরও গাঢ় হয়, পরস্পরের কাছাকাছি আসার সুযোগ তৈরি হয়। তারপর জীবনের চড়াই-উতরাই পেরিয়ে কেউ ফিরেছিল বন্ধুত্বের হাত ধরে, কেউ ভালোবাসার আশ্রয়ে। সিনেমার নাম ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’। মুক্তি পেয়েছিল ২০১৩ সালের ৩১ মে, এ মাসেই সিনেমাটির ১০ বছর পূর্ণ হবে।

অভিনয়ে, গানে, সংলাপে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ আজও সিনেপ্রেমীদের মুগ্ধ করে চলেছে। সেই কাহিনি আবারও ফিরতে পারে বড় পর্দায়। এমনই ইঙ্গিত মিলল রণবীর কাপুরের কথায়। সম্প্রতি নিজের কাজ নিয়ে ভক্তদের সঙ্গে একটি ভার্চুয়াল আড্ডায় যোগ দেন রণবীর কাপুর। সেখানে তিনি জানান ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র সিক্যুয়েল তৈরির কথা।

পরিচালক অয়ন মুখার্জির নাকি সিক্যুয়েলের জন্য রণবীরকে একটি দারুণ গল্প শুনিয়েছিলেন। সিক্যুয়েল বানানোর প্রাথমিক পরিকল্পনাও হয়ে গিয়েছিল। সেই গল্পে নয়না, বানি, অভি ও আদি প্রত্যেকে ১০ বছর পর কেমন আছে, কতটা বদলে গেছে তাদের জীবন—সেটা দেখানো হবে। রণবীর জানিয়েছেন, ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পরেই ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র সিক্যুয়েল নিয়ে কাজ করার কথা ছিল তাঁদের। কিন্তু ব্রহ্মাস্ত্রর শুটিং শেষ হতে অনেকটা সময় লেগে যাওয়ায় বিষয়টি আর এগোয়নি।

সিনেমাটির সিক্যুয়েল নিয়ে দর্শকের চাহিদা অনেক দিন ধরেই। তবে সেটা নিয়ে কখনো প্রকাশ্যে মুখ খোলেননি পরিচালক অয়ন। অবশেষে জল্পনা উসকে দিয়ে রণবীর কাপুর জানিয়ে দিলেন, ভবিষ্যতে আরেকবার ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র কবির ওরফে বানি হয়ে দর্শকদের সামনে আসবেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত