Ajker Patrika

সময় বাড়িয়ে চলছে ধান-চাল সংগ্রহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২১: ৫৯
সময় বাড়িয়ে চলছে ধান-চাল সংগ্রহ

সরকারি গুদামে ধান-চাল সংগ্রহ অভিযানে মিল মালিকদের সঙ্গে চুক্তির সময়সীমা বৃদ্ধি করেছে সরকার। এতে ২৫ নভেম্বর পর্যন্ত মিল মালিকেরা খাদ্য বিভাগের সঙ্গে চুক্তি করতে পারবে। এর আগে গতকাল বৃহস্পতিবার ছিল খাদ্য বিভাগের সঙ্গে মিল মালিকদের চুক্তি শেষ দিন।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এবার আমন মৌসুমে ২ হাজার ৭৩৪ মেট্রিক টন ধান ও ১৪ হাজার ৪২০ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করবে জেলা খাদ্য নিয়ন্ত্রক বিভাগ। এই ধান-চাল সংগ্রহ অভিযান চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

এবার প্রতি কেজি সিদ্ধ চাল ৪০ টাকা। আর প্রতি মণ ধানের মূল্য নির্ধারণ হয়েছে ১ হাজার ৮০ টাকা। জেলায় রয়েছে ২৯৩টি চাতাল মিল। গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত খাদ্য বিভাগের সঙ্গে চুক্তি করেছে ২০০ মিল।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী জানান, গতকাল বৃহস্পতিবার ১৮ নভেম্বর ছিল মিল মালিকদের চুক্তির শেষ দিন। তবে সরকার ২৫ নভেম্বর পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করেছে।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আমন সংগ্রহ অভিযান উদ্বোধন করে ছিলেন। অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, কৃষি কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক, কৃষক প্রতিনিধি, কৃষক লীগের নেতাদের প্রতিনিধি, ও মিল মালিক প্রতিনিধি ভার্চুয়ালি বক্তব্য দিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত