Ajker Patrika

বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১১: ৩৬
বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের জরিমানা

হবিগঞ্জের লাখাইয়ে উপজেলা প্রশাসনের তৎপরতায় বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে এক স্কুলছাত্রী। গতকাল সোমবার দুপুরে বাল্যবিবাহ আয়োজন করায় স্কুলছাত্রীর মাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে মুচলেকা নেওয়া হয়।

গতকাল সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন ঘটনাস্থলে পৌঁছে বিয়ে বন্ধ করে দেন।

তিনি জানান, সোমবার উপজেলার মুড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের আব্দুল হকের মেয়ে মুড়াকরি স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী জুতিয়া খাতুনের বিয়ের আয়োজন করে পরিবারের লোকজন। খবর পেয়ে বিয়ে বাড়িতে যান সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন। এ সময় তিনি বয়স নির্ধারণে বিভিন্ন কাগজপত্র যাচাই–বাছাই করে দেখেন মেয়ের বয়স ১৬ বছর। এ সময় বিয়ের আয়োজন বন্ধ করতে নির্দেশ দেন তিনি।

বিয়ে বাড়িতে স্কুলছাত্রীর বাবাকে না পাওয়ায় তার মাকে বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী ৪ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে মুচলেকা নেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ভোট বয়কট প্রগতিশীলদের, পুনর্নির্বাচন দাবি

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত