Ajker Patrika

চেনা ছকের বাইরে আয়ুষ্মান

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৮: ৫৩
চেনা ছকের বাইরে আয়ুষ্মান

ভিন্নধর্মী সিনেমায় অভিনয়ের জন্য বলিউডে বেশ আলোচিত আয়ুষ্মান খুরানা। ‘বাধাই হো’, ‘অন্ধাধুন’ ‘বালা’, ‘শুভ মঙ্গল জ্যায়াদা সাবধান’-এর মতো সুপারডুপার হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি ‘আর্টিকল ১৫’-এর মতো সিনেমা দিয়ে সমালোচকদেরও মন জয় করেছেন। তবে করোনাকাল থেকে সময়টা ভালো যাচ্ছে না তাঁর। ‘ডক্টর জি’, ‘অনিক’ ‘চণ্ডীগড় করে আশিকি’ সিনেমাগুলো বক্স অফিসে ব্যর্থ হয়েছে।

তাই বলে হাল ছাড়ার পাত্র নন আয়ুষ্মান। নিজের ব্যর্থতা ঝেড়ে ফেলতে প্রথমবারের মতো পর্দায় আসছেন অ্যাকশন হিরো হয়ে। তাঁর সঙ্গে রয়েছেন অভিনেতা জয়দীপ আহলাওয়াত। সিনেমায় মানব নামের একজন অ্যাকশন হিরো আয়ুষ্মান। ক্যারিয়ারের যখন তুমুল সময়, হরিয়ানায় একটি শুটিং চলাকালে অ্যাকসিডেন্ট করে সে। সেই থেকে পালিয়ে বেড়াচ্ছে মানব। বাঁচার জন্য একসময় পালিয়ে যায় লন্ডনে। জয়দীপ পিছু নেয় আয়ুষ্মানের।

আয়ুষ্মান বলেন, ‘এটি আমার জন্য ছক ভাঙা সিনেমা। আমি সাধারণত সামাজিক বার্তা দেওয়া সিনেমা করি হাসির মোড়কে। কিন্তু এটি পুরোই থ্রিলে ভরপুর।’

অ্যাকশন হিরোর চরিত্রে কাজ করাটাও একেবারে সহজ ছিল না আয়ুষ্মানের জন্য। একটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ দেওয়ার একটি দৃশ্য আছে। যদিও সব রকম সুরক্ষাই নেওয়া ছিল টেকনিশিয়ানদের তরফ থেকে, তবুও মন থেকে ভয় তাড়াতে পারছিলাম না। মনে হচ্ছিল, যেকোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে। হাত-পা ঠাণ্ডা হয়ে আসছিল আমার।’

অনিরুদ্ধ আইয়ার পরিচালিত এই সিনেমায় আয়ুষ্মানের সঙ্গে আরও থাকছেন মিরবেল স্টুয়ার্ট, নোরা ফাতেহি ও মালাইকা অরোরা। আজ মুক্তি পাচ্ছে সিনেমাটি। ‘অ্যান অ্যাকশন হিরো’র হাত ধরে বক্স অফিসে আয়ুষ্মান খুরানা ঘুরে দাঁড়াতে পারেন কি না এখন সেটাই দেখার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত