Ajker Patrika

জয়পুরহাটে পলাশ হত্যা মামলা

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৭: ৪০
জয়পুরহাটে পলাশ হত্যা মামলা

জয়পুরহাটে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী ও তাঁর প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালতের বিচারক জয়পুরহাট জেলা ও দায়রা জজ নুর ইসলাম। গতকাল সোমবার দুপুরে দীর্ঘ শুনানি ও যাবতীয় প্রক্রিয়া শেষে এ রায় দেন আদালতের বিচারক।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার বদলগাছী উপজেলার খাদাইলনগর গ্রামের পলাশ হোসেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর খামারবাড়িতে ম্যানেজার হিসেবে চাকরি করতেন। চাকরির সুবাদে তিনি স্ত্রী সনি খাতুনকে সঙ্গে নিয়ে কর্মস্থলে থাকতেন। সেখানে থাকার সময় পলাশ হোসেন ওই এলাকার রনি নামের একজনকে তাঁর অফিসে চাকরি দেন। এরই সুবাদে পলাশ হোসেনের স্ত্রী সনি খাতুনের সঙ্গে রনির পরিচয় হয়। একপর্যায়ে রনির সঙ্গে স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতে পারেন পলাশ হোসেন। আর এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত।

এই পরিপ্রেক্ষিতে পলাশ হোসেনকে হত্যার পরিকল্পনা করেন সনি ও রনি। এ জন্য ২০১৫ সালের ১১ মার্চ রাতে পলাশ হোসেনকে তাঁর স্ত্রী কৌশলে পানির সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ান। এরপর সনি আর রনি মিলে পলাশের মৃত্যু নিশ্চিত করেন।

তারপর তাঁরা পলাশ হোসেনের মৃতদেহ বাড়ির পাশেই একটি পুকুরে ফেলে দেন। ওই ঘটনায় তখন নিহতের পিতা আবু বক্কর হোসেন বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেন। পরে পুলিশ নিহতের স্ত্রী সনি খাতুনকে গ্রেপ্তার করে, আদালতে হাজির করলে স্বামীকে হত্যার দায় স্বীকারপূর্বক তিনি জবানবন্দি দেন।

তদন্ত শেষে ওই মামলায় ২০১৫ সালের ৩১ আগস্ট পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ সময়ে ১১ জনের সাক্ষ্য শেষে আসামিরা গতকাল আদালতে হাজির থাকা অবস্থায় বিচারক ওই রায় দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত