Ajker Patrika

সিকিউরিটি পোস্টে কার ক্ষতি?

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৪: ১১
সিকিউরিটি পোস্টে কার ক্ষতি?

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিউমার্কেট-দর্গাবাড়ি সড়কের তানজের হোসেন মাস্টারের বাড়িসংলগ্ন খালের ওপর নির্মিত একটি সেতুর পাঁচটি সিকিউরিটি পোস্ট (গাড়ি চলাচলের সুবিধার জন্য তৈরি) গত রোববার গভীর রাতে উপড়ে মাটিতে ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। এর আগে সেতুরও আরও বেশ কয়েকটি সিকিউরিটি পোস্ট তুলে ফেলা হয়েছিল। এতে যে কোনো মুহূর্তে সেতুর ওপর থেকে গাড়ি সড়কে নামার সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর আশঙ্কা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ( এলজিইডি) ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯-২০২০ অর্থ বছরে আরসিসি গার্ডার সেতুটির নির্মাণকাজ শুরু হয়।

সেখানে গিয়ে দেখা যায়, সেতুর দুই পাড়ে ৪০টি সিকিউরিটি পোস্ট রয়েছে। এর মধ্যে ১৭টি পোস্টই উপড়ে ফেলা হয়েছে। সেতুসংলগ্ন এক বাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মিয়া অভিযোগ করে বলেন, । কে বা কারা ১৫ দিন আগে ৫টি সপ্তাহখানেক আগে ৭টি সর্বশেষ গত রোববার রাতে ৫টি তোলে মাটিতে ফেলে রেখেছে।

ঠিকাদার মো. সাহাবুদ্দিন খান জানান, এলজিইডির কাছে সেতুটি হস্তান্তর করেছেন। তবুও ওখানে গিয়ে বিষয়টি দেখবেন।

এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আশিকুর রহমান বলেন, অভিযোগ পেলে বিষয়টি দেখব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত