হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
যুদ্ধাবস্থার কারণে ইউক্রেনে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত বাংলার সমৃদ্ধি জাহাজের ক্ষতিপূরণ নিরূপণ করতে পারছে না সাধারণ বিমা করপোরেশন। এ কারণে আটকে আছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ক্ষতিপূরণ প্রাপ্তি। সাধারণ বিমা করপোরেশন থেকে বলা হচ্ছে, ক্ষতির পরিমাণ নিরূপণের আগে ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নেই। কিন্তু চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এখন যেহেতু ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাচ্ছে না, তাই যুদ্ধ শেষ হওয়ার আগে ক্ষতিপূরণ পাওয়ারও সুযোগ নেই।
এ সম্পর্কে জানতে চাইলে সাধারণ বিমা করপোরেশনের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার (পুনঃ বিমা) ওয়াসিফুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিমার ৫ শতাংশের মতো ঝুঁকি আমাদের, বাকি ৯৫ শতাংশ ঝুঁকি আমরা বিদেশি একটি কোম্পানির কাছে পুনঃ বিমা করেছি। ক্ষতিপূরণ দাবির বিষয়টি আমরা তাদের অবহিত করেছি। তারা বলেছে, ক্ষতির পরিমাণ নিরূপণের আগে ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নেই। নিয়ম অনুযায়ী আগে ক্ষতি নিরূপণ করতে হয়। কারণ ক্ষতি নিরূপণ করার পরই বোঝা যাবে ক্ষতিপূরণ কত দাবি করতে হবে।
ওয়াসিফুল হক আরও বলেন, ‘ওখানে তো এখন যুদ্ধাবস্থা, তাই এই মুহূর্তে সেখানে যাওয়া দুষ্কর। এ কারণে এখন ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হচ্ছে না। ক্ষতির পরিমাণ নিরূপণ হয়ে গেলেই আমরা আমাদের পুনঃ বিমা করা প্রতিষ্ঠানের মতামত নিয়ে ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করব।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর ওলিভিয়া বন্দরে আটকে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি। সেখানে নোঙর করা অবস্থায় গত ২ মার্চ জাহাজটিতে রকেট হামলার ঘটনা ঘটে। ওই হামলায় জাহাজটির তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান মারা যান। পরে জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে ওই জাহাজে থাকা বাকি ২৮ নাবিক ও হাদিসুরের মরদেহ দেশে নিয়ে আসা হয়। এ ঘটনায় গত ১৮ মার্চ এমভি বাংলার সমৃদ্ধির জন্য সাধারণ বিমা করপোরেশনের কাছে ২২ দশমিক ৮ মিলিয়ন ডলার বিমা দাবি করে বিএসসি কর্তৃপক্ষ। যা বাংলাদেশি টাকায় ১৯৮ কোটি ৩৬ লাখ টাকা (প্রতি ডলার ৮৭ টাকা হিসাবে)।
খোঁজ নিয়ে জানা যায়, এ ক্ষতিপূরণের ৫ শতাংশ সাধারণ বিমা করপোরেশন, বাকি ৯৫ শতাংশ লন্ডনভিত্তিক ইনস্যুরেন্স কোম্পানি টাইজারস পরিশোধ করবে। কারণ বিএসসি জাহাজটির বিপরীতে সাধারণ বিমা করপোরেশনে ইনস্যুরেন্স করার পর তারা ৫ শতাংশ দায় রেখে বাকি ৯৫ শতাংশ ঝুঁকি লন্ডনভিত্তিক ইনস্যুরেন্স কোম্পানি টাইজারসের কাছে পুনঃ বিমা করে।
সাধারণ বিমা করপোরেশন বলছে, ক্ষতিপূরণ পাওয়ার জন্য বিমাকারী প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দাবির পাশাপাশি সংশ্লিষ্ট কাগজপত্র উপস্থাপন করতে হয়। ওই সব কাগজপত্র উপস্থাপন করার পর বিমা প্রতিষ্ঠান একটি স্বতন্ত্র সার্ভেয়ার টিমের মাধ্যমে ক্ষতিপূরণ নিরূপণ করবে। সার্ভেয়ারের ক্ষতি নিরূপণের ভিত্তিতে পরে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় এবং ওই পরিমাণ অর্থই ক্ষতিপূরণ হিসেবে বিমাকারী প্রতিষ্ঠানকে পরিশোধ করা হয়।
এ সম্পর্কে জানতে চাইলে বিএসসির উপমহাব্যবস্থাপক (চার্টারিং ও পরিকল্পনা) ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান বলেন, ‘রকেট হামলায় বাংলার সমৃদ্ধি ক্ষতিগ্রস্ত হওয়ার পর গত ১৮ মার্চ আমরা সাধারণ বিমা করপোরেশনের কাছে ক্ষতিপূরণ দাবি করেছি। এ-সংক্রান্ত কাগজপত্রও উপস্থাপন করা হয়েছে। ক্ষতি নিরূপণের জন্যই ক্ষতিপূরণ পেতে দেরি হচ্ছে।’
যুদ্ধাবস্থার কারণে ইউক্রেনে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত বাংলার সমৃদ্ধি জাহাজের ক্ষতিপূরণ নিরূপণ করতে পারছে না সাধারণ বিমা করপোরেশন। এ কারণে আটকে আছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ক্ষতিপূরণ প্রাপ্তি। সাধারণ বিমা করপোরেশন থেকে বলা হচ্ছে, ক্ষতির পরিমাণ নিরূপণের আগে ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নেই। কিন্তু চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এখন যেহেতু ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাচ্ছে না, তাই যুদ্ধ শেষ হওয়ার আগে ক্ষতিপূরণ পাওয়ারও সুযোগ নেই।
এ সম্পর্কে জানতে চাইলে সাধারণ বিমা করপোরেশনের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার (পুনঃ বিমা) ওয়াসিফুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিমার ৫ শতাংশের মতো ঝুঁকি আমাদের, বাকি ৯৫ শতাংশ ঝুঁকি আমরা বিদেশি একটি কোম্পানির কাছে পুনঃ বিমা করেছি। ক্ষতিপূরণ দাবির বিষয়টি আমরা তাদের অবহিত করেছি। তারা বলেছে, ক্ষতির পরিমাণ নিরূপণের আগে ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নেই। নিয়ম অনুযায়ী আগে ক্ষতি নিরূপণ করতে হয়। কারণ ক্ষতি নিরূপণ করার পরই বোঝা যাবে ক্ষতিপূরণ কত দাবি করতে হবে।
ওয়াসিফুল হক আরও বলেন, ‘ওখানে তো এখন যুদ্ধাবস্থা, তাই এই মুহূর্তে সেখানে যাওয়া দুষ্কর। এ কারণে এখন ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হচ্ছে না। ক্ষতির পরিমাণ নিরূপণ হয়ে গেলেই আমরা আমাদের পুনঃ বিমা করা প্রতিষ্ঠানের মতামত নিয়ে ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করব।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর ওলিভিয়া বন্দরে আটকে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি। সেখানে নোঙর করা অবস্থায় গত ২ মার্চ জাহাজটিতে রকেট হামলার ঘটনা ঘটে। ওই হামলায় জাহাজটির তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান মারা যান। পরে জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে ওই জাহাজে থাকা বাকি ২৮ নাবিক ও হাদিসুরের মরদেহ দেশে নিয়ে আসা হয়। এ ঘটনায় গত ১৮ মার্চ এমভি বাংলার সমৃদ্ধির জন্য সাধারণ বিমা করপোরেশনের কাছে ২২ দশমিক ৮ মিলিয়ন ডলার বিমা দাবি করে বিএসসি কর্তৃপক্ষ। যা বাংলাদেশি টাকায় ১৯৮ কোটি ৩৬ লাখ টাকা (প্রতি ডলার ৮৭ টাকা হিসাবে)।
খোঁজ নিয়ে জানা যায়, এ ক্ষতিপূরণের ৫ শতাংশ সাধারণ বিমা করপোরেশন, বাকি ৯৫ শতাংশ লন্ডনভিত্তিক ইনস্যুরেন্স কোম্পানি টাইজারস পরিশোধ করবে। কারণ বিএসসি জাহাজটির বিপরীতে সাধারণ বিমা করপোরেশনে ইনস্যুরেন্স করার পর তারা ৫ শতাংশ দায় রেখে বাকি ৯৫ শতাংশ ঝুঁকি লন্ডনভিত্তিক ইনস্যুরেন্স কোম্পানি টাইজারসের কাছে পুনঃ বিমা করে।
সাধারণ বিমা করপোরেশন বলছে, ক্ষতিপূরণ পাওয়ার জন্য বিমাকারী প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দাবির পাশাপাশি সংশ্লিষ্ট কাগজপত্র উপস্থাপন করতে হয়। ওই সব কাগজপত্র উপস্থাপন করার পর বিমা প্রতিষ্ঠান একটি স্বতন্ত্র সার্ভেয়ার টিমের মাধ্যমে ক্ষতিপূরণ নিরূপণ করবে। সার্ভেয়ারের ক্ষতি নিরূপণের ভিত্তিতে পরে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় এবং ওই পরিমাণ অর্থই ক্ষতিপূরণ হিসেবে বিমাকারী প্রতিষ্ঠানকে পরিশোধ করা হয়।
এ সম্পর্কে জানতে চাইলে বিএসসির উপমহাব্যবস্থাপক (চার্টারিং ও পরিকল্পনা) ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান বলেন, ‘রকেট হামলায় বাংলার সমৃদ্ধি ক্ষতিগ্রস্ত হওয়ার পর গত ১৮ মার্চ আমরা সাধারণ বিমা করপোরেশনের কাছে ক্ষতিপূরণ দাবি করেছি। এ-সংক্রান্ত কাগজপত্রও উপস্থাপন করা হয়েছে। ক্ষতি নিরূপণের জন্যই ক্ষতিপূরণ পেতে দেরি হচ্ছে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
২০ ঘণ্টা আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
২১ ঘণ্টা আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫