দুনিয়ার বড় শহরগুলিতে ২০৩০ সাল নাগাদ অর্ধেক মানুষের চলাচলের বাহন হবে পরিবেশবান্ধব বাইসাইকেল। এই লক্ষ্যে আমস্টারডামভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা (বিওয়াইসিএস) ‘ফিফটি বাই থার্টি’ নামে একটি উদ্যোগ শুরু করেছে।
এই উদ্যোগেরই একটি অংশ ‘বাইসাইকেল মেয়র’। কর্মস্থলে যাওয়াসহ দৈনন্দিন যাতায়াতে সাইকেল ব্যবহার করেন এমন আবেদনকারীদের অনলাইন ইন্টারভিউর নিয়ে ‘বাইসাইকেল মেয়র’ নির্বাচিত করা হয়। এই মেয়রের কাজ সাইকেল ব্যবহারের সুফল মানুষের কাছে তুলে ধরা, সরকারি-বেসরকারি নানা সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করা।
এরই ধারাবাহিকতায় বাইসাইকেল ব্যবহারে নতুন উদ্যোগ নিয়েছেন হায়দরাবাদের ‘বাইসাইকেল মেয়র’ সনাথানা সেলভান।' প্রজেক্ট দিয়া' নামের এ উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে সাইকেলের পুনর্ব্যবহার। সেলভানের সাইক্লিস্ট দল বিভিন্ন এলাকা থেকে অব্যবহৃত, মরিচা পড়া, পুরোনো সাইকেল সংগ্রহ করে সেগুলোকে সংস্কার করছে। এই সাইকেলগুলো বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে নতুন ব্যবহারকারীর মাঝে। প্রাথমিকভাবে সাইকেল বিতরণ করা হচ্ছে খবর কাগজ বিক্রেতাসহ জীবিকার কাজে সাইকেল ব্যবহার করেন এমন লোকদের মাঝে। সাইকেলের ব্যবহার বাড়ানোর মাধ্যমে হায়দরাবাদকে 'পুনরায় গড়ে তুলতে চান' হায়দরাবাদের এ বাইসাইকেল মেয়র।
এই কাজটি করার জন্য আটজনের একটি স্বেচ্ছাসেবক দল রয়েছে। এরা একটি ট্রাকের মাধ্যমে অব্যবহৃত সাইকেল সংগ্রহ করে। এক জায়গায় এ সাইকেলগুলো রাখে, মেরামতে অর্থায়ন করে ও মেরামত করে। এ পর্যন্ত এভাবে অন্তত ৫০টি ভাঙা/অব্যবহৃত সাইকেল সংগ্রহ করে স্থানীয় মেকানিক দ্বারা ঠিক করিয়েছেন। এরই মধ্যে চেরমালু সাইক্লিস্ট ইউনিয়নের ২৫ সদস্যের (পত্রিকা বিক্রেতা) মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।
উদ্যোগ প্রসঙ্গে সেলভান আরও বলেন, 'আর্থিক সক্ষমতার কারণে অনেকে সাইকেল ব্যবহার করতে পারে না। আমরা ইসিআইএল পেপার-বিক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপন করি। মেরামতের খরচ বহন করাও অনেকের জন্য কঠিন। তাঁদের সহায়তা করার উদ্দেশ্যেই এই প্রজেক্ট দিয়া।' গেটেড কমিউনিটি, কলেজসহ যেখানে এমন পুরোনো সাইকেল প্রচুর পাওয়া যায় তাঁদের সঙ্গে কাজ করবে বলেও উল্লেখ করেন সেলভান। আর পুরোনো সাইকেল দান করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে ৯৬২৯৫৫৭৮৬৬ নম্বরে।
দুনিয়ার বড় শহরগুলিতে ২০৩০ সাল নাগাদ অর্ধেক মানুষের চলাচলের বাহন হবে পরিবেশবান্ধব বাইসাইকেল। এই লক্ষ্যে আমস্টারডামভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা (বিওয়াইসিএস) ‘ফিফটি বাই থার্টি’ নামে একটি উদ্যোগ শুরু করেছে।
এই উদ্যোগেরই একটি অংশ ‘বাইসাইকেল মেয়র’। কর্মস্থলে যাওয়াসহ দৈনন্দিন যাতায়াতে সাইকেল ব্যবহার করেন এমন আবেদনকারীদের অনলাইন ইন্টারভিউর নিয়ে ‘বাইসাইকেল মেয়র’ নির্বাচিত করা হয়। এই মেয়রের কাজ সাইকেল ব্যবহারের সুফল মানুষের কাছে তুলে ধরা, সরকারি-বেসরকারি নানা সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করা।
এরই ধারাবাহিকতায় বাইসাইকেল ব্যবহারে নতুন উদ্যোগ নিয়েছেন হায়দরাবাদের ‘বাইসাইকেল মেয়র’ সনাথানা সেলভান।' প্রজেক্ট দিয়া' নামের এ উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে সাইকেলের পুনর্ব্যবহার। সেলভানের সাইক্লিস্ট দল বিভিন্ন এলাকা থেকে অব্যবহৃত, মরিচা পড়া, পুরোনো সাইকেল সংগ্রহ করে সেগুলোকে সংস্কার করছে। এই সাইকেলগুলো বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে নতুন ব্যবহারকারীর মাঝে। প্রাথমিকভাবে সাইকেল বিতরণ করা হচ্ছে খবর কাগজ বিক্রেতাসহ জীবিকার কাজে সাইকেল ব্যবহার করেন এমন লোকদের মাঝে। সাইকেলের ব্যবহার বাড়ানোর মাধ্যমে হায়দরাবাদকে 'পুনরায় গড়ে তুলতে চান' হায়দরাবাদের এ বাইসাইকেল মেয়র।
এই কাজটি করার জন্য আটজনের একটি স্বেচ্ছাসেবক দল রয়েছে। এরা একটি ট্রাকের মাধ্যমে অব্যবহৃত সাইকেল সংগ্রহ করে। এক জায়গায় এ সাইকেলগুলো রাখে, মেরামতে অর্থায়ন করে ও মেরামত করে। এ পর্যন্ত এভাবে অন্তত ৫০টি ভাঙা/অব্যবহৃত সাইকেল সংগ্রহ করে স্থানীয় মেকানিক দ্বারা ঠিক করিয়েছেন। এরই মধ্যে চেরমালু সাইক্লিস্ট ইউনিয়নের ২৫ সদস্যের (পত্রিকা বিক্রেতা) মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।
উদ্যোগ প্রসঙ্গে সেলভান আরও বলেন, 'আর্থিক সক্ষমতার কারণে অনেকে সাইকেল ব্যবহার করতে পারে না। আমরা ইসিআইএল পেপার-বিক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপন করি। মেরামতের খরচ বহন করাও অনেকের জন্য কঠিন। তাঁদের সহায়তা করার উদ্দেশ্যেই এই প্রজেক্ট দিয়া।' গেটেড কমিউনিটি, কলেজসহ যেখানে এমন পুরোনো সাইকেল প্রচুর পাওয়া যায় তাঁদের সঙ্গে কাজ করবে বলেও উল্লেখ করেন সেলভান। আর পুরোনো সাইকেল দান করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে ৯৬২৯৫৫৭৮৬৬ নম্বরে।
আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগেবায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ মঙ্গলবারও ঢাকার বায়ুমান ৬০, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৪৯। গতকাল সোমবার ৫৫ বায়ুমান নিয়ে ৬০তম স্থানে ছিল ঢাকা।
১৮ ঘণ্টা আগেআজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকর আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
২ দিন আগেবায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ সোমবারও ঢাকার বায়ুমান ৫৫, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৬০।
২ দিন আগে