দুনিয়ার বড় শহরগুলিতে ২০৩০ সাল নাগাদ অর্ধেক মানুষের চলাচলের বাহন হবে পরিবেশবান্ধব বাইসাইকেল। এই লক্ষ্যে আমস্টারডামভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা (বিওয়াইসিএস) ‘ফিফটি বাই থার্টি’ নামে একটি উদ্যোগ শুরু করেছে।
এই উদ্যোগেরই একটি অংশ ‘বাইসাইকেল মেয়র’। কর্মস্থলে যাওয়াসহ দৈনন্দিন যাতায়াতে সাইকেল ব্যবহার করেন এমন আবেদনকারীদের অনলাইন ইন্টারভিউর নিয়ে ‘বাইসাইকেল মেয়র’ নির্বাচিত করা হয়। এই মেয়রের কাজ সাইকেল ব্যবহারের সুফল মানুষের কাছে তুলে ধরা, সরকারি-বেসরকারি নানা সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করা।
এরই ধারাবাহিকতায় বাইসাইকেল ব্যবহারে নতুন উদ্যোগ নিয়েছেন হায়দরাবাদের ‘বাইসাইকেল মেয়র’ সনাথানা সেলভান।' প্রজেক্ট দিয়া' নামের এ উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে সাইকেলের পুনর্ব্যবহার। সেলভানের সাইক্লিস্ট দল বিভিন্ন এলাকা থেকে অব্যবহৃত, মরিচা পড়া, পুরোনো সাইকেল সংগ্রহ করে সেগুলোকে সংস্কার করছে। এই সাইকেলগুলো বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে নতুন ব্যবহারকারীর মাঝে। প্রাথমিকভাবে সাইকেল বিতরণ করা হচ্ছে খবর কাগজ বিক্রেতাসহ জীবিকার কাজে সাইকেল ব্যবহার করেন এমন লোকদের মাঝে। সাইকেলের ব্যবহার বাড়ানোর মাধ্যমে হায়দরাবাদকে 'পুনরায় গড়ে তুলতে চান' হায়দরাবাদের এ বাইসাইকেল মেয়র।
এই কাজটি করার জন্য আটজনের একটি স্বেচ্ছাসেবক দল রয়েছে। এরা একটি ট্রাকের মাধ্যমে অব্যবহৃত সাইকেল সংগ্রহ করে। এক জায়গায় এ সাইকেলগুলো রাখে, মেরামতে অর্থায়ন করে ও মেরামত করে। এ পর্যন্ত এভাবে অন্তত ৫০টি ভাঙা/অব্যবহৃত সাইকেল সংগ্রহ করে স্থানীয় মেকানিক দ্বারা ঠিক করিয়েছেন। এরই মধ্যে চেরমালু সাইক্লিস্ট ইউনিয়নের ২৫ সদস্যের (পত্রিকা বিক্রেতা) মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।
উদ্যোগ প্রসঙ্গে সেলভান আরও বলেন, 'আর্থিক সক্ষমতার কারণে অনেকে সাইকেল ব্যবহার করতে পারে না। আমরা ইসিআইএল পেপার-বিক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপন করি। মেরামতের খরচ বহন করাও অনেকের জন্য কঠিন। তাঁদের সহায়তা করার উদ্দেশ্যেই এই প্রজেক্ট দিয়া।' গেটেড কমিউনিটি, কলেজসহ যেখানে এমন পুরোনো সাইকেল প্রচুর পাওয়া যায় তাঁদের সঙ্গে কাজ করবে বলেও উল্লেখ করেন সেলভান। আর পুরোনো সাইকেল দান করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে ৯৬২৯৫৫৭৮৬৬ নম্বরে।
দুনিয়ার বড় শহরগুলিতে ২০৩০ সাল নাগাদ অর্ধেক মানুষের চলাচলের বাহন হবে পরিবেশবান্ধব বাইসাইকেল। এই লক্ষ্যে আমস্টারডামভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা (বিওয়াইসিএস) ‘ফিফটি বাই থার্টি’ নামে একটি উদ্যোগ শুরু করেছে।
এই উদ্যোগেরই একটি অংশ ‘বাইসাইকেল মেয়র’। কর্মস্থলে যাওয়াসহ দৈনন্দিন যাতায়াতে সাইকেল ব্যবহার করেন এমন আবেদনকারীদের অনলাইন ইন্টারভিউর নিয়ে ‘বাইসাইকেল মেয়র’ নির্বাচিত করা হয়। এই মেয়রের কাজ সাইকেল ব্যবহারের সুফল মানুষের কাছে তুলে ধরা, সরকারি-বেসরকারি নানা সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করা।
এরই ধারাবাহিকতায় বাইসাইকেল ব্যবহারে নতুন উদ্যোগ নিয়েছেন হায়দরাবাদের ‘বাইসাইকেল মেয়র’ সনাথানা সেলভান।' প্রজেক্ট দিয়া' নামের এ উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে সাইকেলের পুনর্ব্যবহার। সেলভানের সাইক্লিস্ট দল বিভিন্ন এলাকা থেকে অব্যবহৃত, মরিচা পড়া, পুরোনো সাইকেল সংগ্রহ করে সেগুলোকে সংস্কার করছে। এই সাইকেলগুলো বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে নতুন ব্যবহারকারীর মাঝে। প্রাথমিকভাবে সাইকেল বিতরণ করা হচ্ছে খবর কাগজ বিক্রেতাসহ জীবিকার কাজে সাইকেল ব্যবহার করেন এমন লোকদের মাঝে। সাইকেলের ব্যবহার বাড়ানোর মাধ্যমে হায়দরাবাদকে 'পুনরায় গড়ে তুলতে চান' হায়দরাবাদের এ বাইসাইকেল মেয়র।
এই কাজটি করার জন্য আটজনের একটি স্বেচ্ছাসেবক দল রয়েছে। এরা একটি ট্রাকের মাধ্যমে অব্যবহৃত সাইকেল সংগ্রহ করে। এক জায়গায় এ সাইকেলগুলো রাখে, মেরামতে অর্থায়ন করে ও মেরামত করে। এ পর্যন্ত এভাবে অন্তত ৫০টি ভাঙা/অব্যবহৃত সাইকেল সংগ্রহ করে স্থানীয় মেকানিক দ্বারা ঠিক করিয়েছেন। এরই মধ্যে চেরমালু সাইক্লিস্ট ইউনিয়নের ২৫ সদস্যের (পত্রিকা বিক্রেতা) মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।
উদ্যোগ প্রসঙ্গে সেলভান আরও বলেন, 'আর্থিক সক্ষমতার কারণে অনেকে সাইকেল ব্যবহার করতে পারে না। আমরা ইসিআইএল পেপার-বিক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপন করি। মেরামতের খরচ বহন করাও অনেকের জন্য কঠিন। তাঁদের সহায়তা করার উদ্দেশ্যেই এই প্রজেক্ট দিয়া।' গেটেড কমিউনিটি, কলেজসহ যেখানে এমন পুরোনো সাইকেল প্রচুর পাওয়া যায় তাঁদের সঙ্গে কাজ করবে বলেও উল্লেখ করেন সেলভান। আর পুরোনো সাইকেল দান করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে ৯৬২৯৫৫৭৮৬৬ নম্বরে।
বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআইয়ের আজ সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান ১৭১, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। আজ দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ২য়। গতকাল সোমবার একই সময়ের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ছিল ১৩১, অবস্থান ছিল ৭ম।
১৬ ঘণ্টা আগেআজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল এই এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ১৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০ মিলিমিটার।
২ দিন আগেবাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস।
২ দিন আগেদই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। এর ধারাবাহিকতায় সারা দেশের তাপমাত্রা আজ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিন অনুযায়ী, আজ আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে
৩ দিন আগে