Ajker Patrika

বিশ্ব নদী দিবস পালন

বিশ্ব নদী দিবস পালন

এ মাসের শেষ রোববার (২২ সেপ্টেম্বর) ছিল বিশ্ব নদী দিবস। এ উপলক্ষে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ওয়াটারওয়েস অব লাইফ’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে অনুষ্ঠানটি আয়োজন করে রিভারাইন পিপল। 

অনুষ্ঠানটির চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রাশেদুজ্জামান। 

প্রধান বক্তা ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মো. মুজিবর রহমান, ডা. সালমা বেগম এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুস সালাম। এ ছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকেরা। 

আলোচনায় বক্তারা নদী দখল ও দূষণ মুক্তির বিভিন্ন দিক, বিশেষ করে নদীকে প্লাস্টিক ও শিল্প কারখানার বর্জ্য থেকে মুক্ত করার বিষয়ে জোর দেন। 

সেমিনার শেষে উপস্থিত সবাইকে ‘নদী শপথ’ পাঠ করানো হয়। এর প্রতিপাদ্য ছিল নদীকে দূষণমুক্ত রাখতে ব্যক্তি প্রচেষ্টাকে গুরুত্ব দেওয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত